চট্টগ্রাম ব্যুরো

  ০৭ জুন, ২০২০

চট্টগ্রামে করোনা চিকিৎসার দ্বার খুলল মা ও শিশু হাসপাতাল

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসাসেবা শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে টেলিকনফারেন্সের মাধ্যমে হাসপাতালটিতে করোনা ইউনিট উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন টেলিকনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। হাসপাতালের নবনির্মিত ভবনে ১০টি ভেন্টিলেটরযুক্ত আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সুবিধাসহ ১০০ বেড নিয়ে এই চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়েছে।

সরকারের সহযোগিতা পেলে নবনির্মিত ১৪তলা ভবনটির পুরোটাই করোনাভাইরাসে আক্রান্তদর চিকিৎসার জন্য প্রস্তুত করা সম্ভব হবে। একইসঙ্গে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডসহ প্রায় ৪০০ রোগীর সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ডা. নুরুল হক। করোনা আক্রান্তসহ করোনা উপসর্গ থাকা রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটরযুক্ত আইসিইউ স্থাপন করা হয়েছে ১০টি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close