reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০১৯

ইস্ট ওয়েস্টে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য

অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন। একইসঙ্গে অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউল হক মামুন, সাবেক পরিচালক, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্র্রেশন (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব নিয়োগ প্রদান করেন। তারা দুজনেই বুয়েট থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এবং বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। অধ্যাপক হাসান ৪০ বছরের বেশি এবং অধ্যাপক মামুন ৩০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতায় রয়েছেন। তাদের নিয়োগের মাধ্যমে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ তিনটি পদেই রাষ্ট্রপতির দেওয়া নিয়োগ সম্পন্ন হলো। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close