রাজশাহী ব্যুরো

  ২৬ অক্টোবর, ২০১৯

রাজশাহীতে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ২

রাজশাহীতে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে অস্ত্র, ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মাহবুব হাসান জানান, নগরের চন্দ্রিমা থানা এলাকার নাদের হাজির মোড় থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো হরিয়ান পূর্বপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে আজাহার উদ্দিন (২৭) ও ছোট বনগ্রাম এলাকার রুস্তম আলীর ছেলে মমিন (৩২)।

এসআই বলেন, গোপনে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় তারা একটি প্রাইভেট কারকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে প্রাইভেট কারটি আটক করা হয়। এ সময় গাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তির শরীরে তল্লাশি করে গুলিভর্তি একটি রিভলবার ও একটি পিস্তল এবং ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। আর প্রাইভেট কারের পেছনের ডালার ভেতর থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাহবুব বলেন, আটককরা দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

তারা রাজশাহীর ‘শীর্ষ মাদক বিক্রেতা’ আক্কাসের সহযোগী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করে আটকদের চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close