নিজস্ব প্রতিবেদক

  ০৯ জুলাই, ২০১৯

মিনিস্টারসহ ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

মিনিস্টার ব্যান্ডের এলইডি টিভির ট্যাগ এবং বিক্রির রসিদে সেন্টিমিটারের পরিবর্তে ইঞ্চিতে পরিমাপ উল্লেখ করায় রাজধানীর বিজয় সরণি এলাকার মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ অনুযায়ী মামলা করা হয়। এ ছাড়া গতকাল সোমবার ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যমে একই আইনে আরো ৯টি মামলা করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিএসটিআই।

রাজধানীর আগারগাঁও কাঁচাবাজার এলাকার মেসার্স খোকনের সবজি দোকান, আবদুল রাজ্জাকের মাংসের দোকান, আদদোহ’র মুরগির দোকান ও রানা স্টোরের ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় তাদের বিরুদ্ধেও মামলা করা হয়। এ ছাড়া শ্যামলী এলাকার মেসার্স হেনড্রিক দোকানের পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের মোড়কে বাংলা ভাষায় ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় এবং ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায়, মিরপুর এলাকার রসের ফোঁটা মিষ্টির সৃষ্টির ব্রেড পণ্যের ওজন না থাকায়, বাদামের প্যাকেটে পণ্যের পরিচিতি, ওজন, মূল্য উল্লেখ না থাকায় এবং শেওরাপাড়া এলাকার আলী বাবা সুইটসের কেক পণ্যের ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close