চট্টগ্রাম ব্যুরো

  ০৮ জুন, ২০১৯

চট্টগ্রামে ঈদের জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা

চট্টগ্রামে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে গত বুধবার সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে অংশ নেন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক বিএনপি মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিরা একই কাতারে ঈদের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা সৈয়দ আবু তালেব মো. আলাউদ্দীন আল কাদেরী। একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হক। ঈদুল ফিতরের জামাত শেষে ঈদের খুতবায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা সৈয়দ আবু তালেব মো. আলাউদ্দীন আল কাদেরী খুতবায় বয়ানে বলেন, মহান রাব্বুল আল আমিনের মহাপুরস্কার হচ্ছে ঈদ।

ঈদের দ্বিতীয় জামাত শেষে জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হক বয়ান করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। নামাজ শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভেদাভেদ ভুলে তারা একে অন্যকে জড়িয়ে ধরে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে নগরীর লালদীঘি ময়দানে আরো একটি বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এ ছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী নগরীর ১৬৪টি স্থানে এবার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ৯৪টি স্থানে। চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সকাল ৮টায় নগরীর আউটার স্টেডিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনসহ চট্টগ্রাম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। নগরীর দামপাড়া পুলিশ লাইন মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close