জাবি প্রতিনিধি

  ০২ নভেম্বর, ২০১৮

জাবিতে আনন্দশালার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ কেন্দ্র ‘আনন্দশালা’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কেক কেটে আনন্দশালার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এ সময় প্রধান অতিথি ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বলেন, ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে আনন্দশালার ভবন নির্মাণের ব্যয় বহন করা হবে। ইতোমধ্যে এ ভবন নির্মাণের জন্য ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে ২২ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। শ্রেণিকক্ষের আসবাবপত্র তৈরির জন্য আরো ৩ লাখ টাকা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম আনন্দশালা ভবন নির্মাণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবন বিকাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রধান অতিথির কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close