রাজশাহী ব্যুরো

  ০১ নভেম্বর, ২০১৮

ক্রিকেটার চামেলীর চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র লিটন

জাতীয় মহিলা দলের সাবেক ক্রিকেটার অসুস্থ চামেলী খাতুনের চিকিৎসার দায়িত্ব নিলেন রাজশাহী সিটি করপোরেশরেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল বুধবার চামেলীকে তার বাসায় দেখতে যান মেয়র লিটন। এ সময় তিনি চামেলীর উন্নত চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন।

জানা গেছে, ৮ বছর থেকে লিগামেন্ট ছিঁড়ে যাওয়াসহ মেরুদন্ডে হাড়ের ব্যথা নিয়ে বর্তমানে মুমূর্ষু অবস্থায় পৌঁছেছেন চামেলী। মেরুদন্ডে দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় তার পুরো ডান পাশ নড়াচড়া করতে পারছেন না।

মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, অসুস্থ ক্রিকেটারের পাশে আমার দাঁড়ানোর উচিত মনে করেই তাকে দেখতে এসেছি। চামেলী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম তারা নিদারুণ সংকটে আছে। চামেলী খাতুনের চিকিৎসার পুরোপুরি ব্যয়ভার মেটাতে যা করা দরকার করব। চামেলীর বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close