reporterঅনলাইন ডেস্ক
  ৩১ আগস্ট, ২০১৮

আগারগাঁওয়ে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাধধানীর আগারগাঁওয়ে মাহবুব মোর্শেদ স্মরণি ও নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। গতকাল বৃহস্পতিবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজিদ আনোয়ারের এ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে অবৈধভাবে স্থাপিত ১৫টি নার্সারি, ২০০টি অস্থায়ী দোকানসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৫০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাউসিক-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান উপস্থিত ছিলেন। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close