রাজশাহী অফিস

  ১৩ জুলাই, ২০১৮

‘এ’ প্লাস ক্যাম্পেইন

রাসিকের লক্ষ্যমাত্রা ৬০৩০৭ শিশু

সারাদেশের ন্যয় রাজশাহী সিটি কর্পোরেশনেও (রাসিক) আগামী ১৪ জুলাই শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্ল্যাস ক্যাম্পেইন ২০১৮ অনুষ্ঠিত হবে। রাসিক এলাকায় ওইদিন ৬১ হাজার ৫৯০ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগর ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

রাসিকের ৩০টি ওর্য়াডে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৪৩২ শিশুকে নীল রংঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৪ হাজার ১৫৫ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন কর্মসূচি পালন করবে। তবে ওয়ার্ড কার্যালয়, বাস টার্মিনাল ও রেলষ্টেশনের ভ্রাম্যমান কেন্দ্রসমূহ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করবে। মোট কেন্দ্রের সংখ্যা ৩৮৪টি। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৩৪৩টি ও ভ্রাম্যমান কেন্দ্র ৪১টি। প্রতিটি কেন্দ্রে ২জন হিসেবে মোট ৭৬৮জন স্বেচ্ছাসেবী কাজ করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist