reporterঅনলাইন ডেস্ক
  ২২ মার্চ, ২০১৮

শুরু হচ্ছে আনন্দ আলোর ‘জাতীয় ভর্তা প্রতিযোগিতা’

খাবারের সঙ্গে ভর্তা পছন্দ করেন না বাংলাদেশে এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। গরম ভাত আর সঙ্গে যদি থাকে আলু, সিম, ডাল অথবা টাকি মাছের ভর্তা তাহলে তো আর কিছুই লাগে না। রসনা বিলাসীদের কাছে ভাতের সঙ্গে ভর্তার আবেদন অনেক বেশি। আর তাই ভর্তা নিয়ে আবারও শুরু হচ্ছে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা। এসিআই ফুডস লি.-এর সৌজন্যে ইমপ্রেস টেলিফিল্ম লি.-এর বিনোদন পাক্ষিক আনন্দ আলো দ্বিতীয় বারের মতো জাতীয় পর্যায়ে এই ভর্তা প্রতিযোগিতার আয়োজন করেছে। ‘এসিআই পিওর সরিষার তেল আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতা’ শীর্ষক এই আয়োজনে বাংলাদেশের যে কোন নাগরিক অংশ নিতে পারবেন। ১৫ এপ্রিলের মধ্যে অনলাইন অথবা ডাকযোগে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর নেতৃত্বে একটি বিচারক প্যানেল প্রতিযোগিতার বিচারকার্য সম্পাদন করবেন। প্রতিযোগিতায় নাম তালিকাভুক্ত প্রতিযোগিদের ভর্তা নিয়ে একটি প্রাথমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল চ্যানেল আই-এর ছাদ বারান্দায়। বিচারকবৃন্দ সেখান থেকে ৫জন প্রতিযোগিকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বাছাই করবেন। মে মাসের প্রথম সপ্তাহে কক্সবাজারে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অর্থাৎ গালা রাউন্ড। প্রাথমিক পর্যায়ে যেকোনো প্রতিযোগি ভর্তার ৩টি রেসিপি নি¤œ ঠিকানায় ১৫ এপ্রিলের মধ্যে পাঠাতে পারবেন। ঠিকানাÑ ভধপবনড়ড়শ.পড়স/ ধপর.ঢ়ঁৎবংঢ়রপবং হ ভধপবনড়ড়শ.পড়স/ অহধহফধঅষড়গধমধুরহব.

সকল যোগাযোগ: আনন্দ আলো, চ্যানেল আই ভবন, ৪০ শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮। ফোন: ০১৭১৬৮৩১৮৮১, ০১৭৯৬১৭৪২৭১। গতকাল চ্যানেল আই এর স্টুডিওতে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান। চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এসিআই ফুডস লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেকটর ফারিয়া ইয়াসমিন ও প্রধান বিচারক কেকা ফেরদৌসী সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist