নিজস্ব প্রতিবেদক

  ০১ মার্চ, ২০১৮

আইসিটি এন্ট্রাপ্রেনারশিপ নিয়ে সিনিউজের সেমিনার

বেসিস সফটএক্সপোর শেষ দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে মাসিক প্রযুক্তি ম্যাগাজিন সি-নিউজ এর আয়োজনে উদ্যোক্তাদের যাত্রা নিয়ে ‘আইসিটি এন্টারপ্রেনিয়র জার্নি এ-টু-জেড : ওউন ইয়োর ফিউচার’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সি-নিউজের সম্পাদক ও প্রকাশক এবং দি ডাটাবিজ সফটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ কামাল। মূল প্রবন্ধে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে উদ্যোক্তা হতে গেলে প্রযুক্তি এবং ব্যবসা এই দুই বিষয়ে বেসিক পড়াশোনা থাকা দরকার। তিনি বলেন, শুধু টাকা থাকলেই এখাতে উদ্যোক্তা হওয়া যায় না। কোনো বিষয়ে দক্ষ না হলে তার পক্ষে বেশি দিন টিকে থাকা সম্ভব না।

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি সৈয়দ আলমাস কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এর পরিচালক প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, রাইড শেয়ারিং সেবা পাঠাও এর প্রধান নির্বাহী কর্মকর্তা হুসাইন এম ইলিয়াস, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেভনেট লিমিটেডের চেয়ারম্যান এ কে সাব্বির মাহবুব প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist