রাবি প্রতিনিধি

  ২১ ফেব্রুয়ারি, ২০১৮

গবেষণাপত্র জালিয়াতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে ওঠা পিএইচডি গবেষণাপত্র জালিয়াতির অভিযোগের প্রমাণ পায়নি তদন্ত কমিটি। গত সোমবার সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি এ সিদ্ধান্ত জানায়। ফলে তাদের পিএইচডি ডিগ্রি স্থগিতের দিন থেকেই পুনরায় কার্যকর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুই সিন্ডিকেট সদস্য অধ্যাপক আখতার ফারুক ও মামুন আবদুল কাইয়ুম জানান, সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের সভাপতিত্বে ৪৭৬ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস এবং আইন বিভাগের অধ্যাপক আনিছুর রহমানের বিরুদ্ধে আনীত পিএইচডি জালিয়াতির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। তারা আরো জানান, তদন্ত কমিটি আনীত অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist