reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০১৮

বিসিএসআইআরে খুদে বিজ্ঞানীদের মিলন মেলা সম্পন্ন

রাজধানীর ধানমন্ডি ক্যাম্পাসে গতকাল বিকেল ৩টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ৩ দিনব্যাপী খুদে বিজ্ঞানীদের মিলন মেলা শেষ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সাবেক সভাপতি অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি। সভাপতিত্ব করেন বিসিএসআইআর চেয়ারম্যান মো. ফারুক আহমেদ। এ মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫৭৮ জনের অধিক প্রতিযোগী তাদের ১৯৮টি প্রকল্প প্রদর্শন করে। চারটি গ্রুপে বিভক্ত হয়ে ছাত্রছাত্রীরা তাদের প্রকল্পগুলো প্রদর্শন করে। খুদে বিজ্ঞানীদের প্রকল্পগুলো পর্যবেক্ষণের মাধ্যমে ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী বিজয়ীদের নির্বাচিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষক এবং বিসিএসআইআরের বিজ্ঞানী কর্তৃক গঠিত দক্ষ নির্বাচকমন্ডলী। পুরস্কার হিসেবে ১ম স্থান প্রাপ্তদের নগদ ত্রিশ হাজার টাকা, সনদপত্র এবং ক্রেস্ট, ২য় স্থান প্রাপ্তদের নগদ পঁচিশ হাজার টাকা, সনদপত্র এবং ক্রেস্ট ও তৃতীয় স্থান প্রাপ্তদের নগদ কুড়ি হাজার টাকা, সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়। মেলায় দেশের স্বনামধন্য স্কুল-কলেজ ও বিজ্ঞান ক্লাবগুলো অংশগ্রহণ করে। এর মধ্যে রয়েছেÑভিকারুননিসা নূন, হলিক্রস, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি, মণিপুর উচ্চ বিদ্যালয়, রেসিডেনসিয়াল মডেল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ প্রসিদ্ধ স্কুল-কলেজসমূহ। প্রধান অতিথি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো দেশ আজ ডিজিটালাইজ হচ্ছে। এখন সব স্কুল-কলেজে কম্পিউটার ল্যাবসহ বিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা অচিরেই বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলার আকাশে উৎক্ষেপণ করব। আশা করি, একদিন বিশ^সেরা বিজ্ঞানী হবে বাংলাদেশে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist