ক্রীড়া ডেস্ক

  ১৭ আগস্ট, ২০১৭

হ্যান্ডসকম্বকে উইকেটকিপার দেখছেন গিলক্রিস্ট

অস্ট্রেলিয়ার উইকেটের পেছনে দায়িত্ব এখন ম্যাথু ওয়েডের। তার কিপিং নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও ব্যাট হাতে দীর্ঘদিন ধরে রানখরায় রান ভুগছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিডনি টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এরপর চার বছরে ১১ টেস্ট খেলে মাত্র দুটি হাফ সেঞ্চুরি। এরই মাঝে চলতি বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে উইকেটকিপিং করেছিলেন পিটার হ্যান্ডসকম্ব। এ ছাড়া শেফিল্ড শিল্ডেও উইকেটকিপিংয়ের অভিজ্ঞতা রয়েছে ২৬ বছর বয়সী এ ব্যাটসম্যানের। অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টকে এ সুযোগই নেওয়ার পরামর্শ দিলেন অ্যাডাম গিলক্রিস্ট। ইতিহাসের অন্যতম সেরা এ উইকেটকিপারের মতে, বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে অতিরিক্ত একজন স্পিনার খেলাতে হ্যান্ডসকম্বের হাতে কিপিং গ্লাভস তুলে দেওয়া উচিত।

গত বছরের নভেম্বরে গিলক্রিস্টের কাছ থেকে ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ পাওয়ার পর এ পর্যন্ত ৮ টেস্টে ৫৪.২৭ গড়ে দুটি সেঞ্চুরি করেছেন হ্যান্ডসকম্ব, আছে তিনটি হাফ সেঞ্চুরিও। গিলক্রিস্ট তাই ওয়েডকে বসিয়ে হ্যান্ডসকম্বের হাতে কিপিং গ্লাভস তুলে দেওয়ার পরামর্শই দিলেন ম্যানেজমেন্টকে। মঙ্গলবার সিডনিতে কিংবদন্তি এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সেখানে বলেছেন, ‘এটা শুধুই ভারসাম্যের ব্যাপার, আপনি যে কন্ডিশনে যাচ্ছেন, সেখানে টেস্ট ম্যাচ জিততে দলের সঠিক ভারসাম্যের কথা ভাবতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist