খেলা ডেস্ক

  ২৯ মার্চ, ২০১৭

সাকিবের ওপরে মাশরাফি

বাংলাদেশি বোলারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট এখন মাশরাফির। সাকিবকে পেছনে ফেলে মাশরাফি উঠে গেলেন সবার ওপরে।

মাশরাফি এখনো যে ফুরিয়ে যাননি বারবার তার প্রমাণ দিয়ে যাচ্ছেন। এই রেকর্ডও তেমন একটি প্রমাণ। এখনো পায়ে ব্যান্ডেজ নিয়ে দেশের জার্সি গায়ে দৌড়ে যাচ্ছেন ‘নড়াইল এক্সপ্রেস।’ তার এই শীর্ষে উঠা পরিসংখ্যান সেই বার্তায় যেন দিচ্ছে।

তবে মাশরাফির এই পরিসংখ্যানে একটু অন্যরকম একটা ব্যাপার আছে। বাংলাদেশের হয়ে তার রেকর্ড আর তার ওয়ানডে ক্যারিয়ারের রেকর্ড অন্যদের চেয়ে একটু আলাদা। এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। সেখানে তার একটি উইকেট আছে। ফলে বাংলাদেশের জার্সিতে সাকিব-মাশরাফি দুজনের উইকেট সমান ২২১টি করে।

তবে বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়ানডেতে মাশরাফির উইকেট ২২২টি।

গতকাল শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ধানুষ্কা গুণাথিলাকাকে আউট করে ১৭১ ওয়ানডে ক্যারিয়ারের ২২২তম উইকেটটি পেয়েছেন ‘ম্যাশ’। সাকিবের উইকেট ২২১টি, ১৬৮ ম্যাচে। তার ওয়ানডে ক্যারিয়ারের ২২১ উইকেটের সব কটিই বাংলাদেশের জার্সিতে। এই রেকর্ড হয়তো একদিন সাকিব কিংবা অন্যকেউ টপকে যাবেন। তবে লড়াকু মাশরাফির কৃতিত্ব তাতে এতটুকু মুছে যাবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist