ক্রীড়া ডেস্ক

  ৩১ মে, ২০২০

তবু হাল ছাড়ছেন না হুমেলস

করোনাভাইরাসকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিশ্বের শীর্ষ পাঁচ ফুটবল লিগের মধ্যে সবার আগে মাঠে ফিরেছে জার্মান বুন্দেসলিগা। আবারো খেলা চালু হওয়ার দুই সপ্তাহ না পেরোতেই অনেক ফুটবলবোদ্ধা বায়ার্ন মিউনিখের হাতে শিরোপা তুলে দিয়েছেন। দিবেন না-ই বা কেন? গত সপ্তাহে ‘জার্মান ক্ল্যাসিকো’ জেতার পর মৌসুমে মীমাংসা যে একরকম হয়েই গেছে।

গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন। গত রাতে ‘দুর্বল’ ডুসেলডর্ফের বিপক্ষে জিতে থাকলে এতক্ষণে ব্যবধানটা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ। বেশির ভাগ দলেরই আর মাত্র ৫ থেকে ৬টি করে ম্যাচ বাকি। এ অবস্থায় লেভানডফস্কি-থমাস মুলারদের হাতে চোখ বন্ধ করে ট্রফিটা তুলে দেওয়াই যায়। তবে এখনো হাল ছাড়ছেন না ম্যাটস হুমেলস। ডর্টমুন্ডের এই রক্ষণসেনা অলৌকিকতার আশাতেই বুক বেঁধেছেন। ২০১৪ বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের বিশ্বাস, গত সপ্তাহে বায়ার্নের কাছে হারলেও ঘুরে দাঁড়াবে তার দল, ‘এটা ঠিক যে, গত মঙ্গলবার আমরা অনেক বড় যুদ্ধে পরাজিত হয়েছি। তবে এখনো ৬টা ম্যাচ বাকি আছে। এখান থেকে যে কোনো কিছুই হতে পারে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close