ক্রীড়া ডেস্ক

  ২২ মার্চ, ২০২০

পরশু আইপিলের ভাগ্য নির্ধারণ

আইপিএলের ভবিষ্যৎ ঠিক কী? অনুরাগীদের মতোই এ সম্পর্কে স্পষ্ট ধারণা নেই বোর্ড কিংবা ফ্র্যাঞ্চাইজিগুলোর। মারণ ভাইরাস কোভিড-১৯ যেভাবে থাবা বসিয়েছে খেলার মাঠে, তাতে বিশ বাঁও জলে আইপিএলের ত্রয়োদশ সংস্করণ। ১৫ এপ্রিলের আগে সম্ভব নয় কোনোভাবেই। তাহলে কবে অনুষ্ঠিত হবে এবারের ফ্র্যাঞ্চাইজি লিগ, আদৌ কি সম্ভব।

আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পরশু ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কনফারেন্স কলে বৈঠক সারবে বিসিসিআই। বিসিসিআই সূত্রে জানা গেছে তেমনটাই। উল্লেখ্য চলতি মাসের ২৯ তারিখ আইপিএলের ত্রয়োদশ সংস্করণ শুরু হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণ প্রসার লাভ করায় তা স্থগিত হয়ে যায়। গত ১৩ মার্চ বিসিসিআই জানিয়ে দেয় ১৫ এপ্রিলের আগে আইপিএল আয়োজন সম্ভব নয়। এমনকি করোনা আতঙ্কে বিসিসিআই তাদের কর্মীদেরও ওয়ার্ক ফ্রম হোম চালু করে দেয়।

সূত্রের খবর, গত ১৪ মার্চ মুম্বাইয়ে বোর্ডের হেডকোয়ার্টারে বিসিসিআই-ফ্র্যাঞ্চাইজি যেমন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, পরশু কনফারেন্স কলে তেমনই দুই পক্ষের বৈঠক হবে। যেখানে ভাগ্য নির্ধারিত হবে আইপিএলের। পাশাপাশি গত বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছিলেন উৎকণ্ঠার আগামী ১৫ এপ্রিল না কাটলে কোনোরকম সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে। সে কথাও মাথায় রাখা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close