reporterঅনলাইন ডেস্ক
  ১২ নভেম্বর, ২০১৯

ইতিহাসের সেরা দীপক চাহার

নাগপুরে রোববার বাংলাদেশের নাগালে থাকা ম্যাচটাকে ভারত যেভাবে ছিনিয়ে নিয়েছে, সেটাকে অন্যতম সেরা কামব্যাক বলেছেন রোহিত শর্মা। আর এ রাতে বাংলার বাঘেদের এক নিমেষে বিড়াল বানিয়ে রেকর্ড বই ওলট-পালট করে দিয়েছেন দীপক চাহার। বল হাতে জোড়া

রেকর্ড গড়েছেন ২৭ বছর বয়সি পেসার। অঘোষিত ফাইনালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের ডজন পূরণের পাশাপাশি এই

ফরম্যাটের ১৪ বছরের ইতিহাসের সেরা বোলিং ফিগারের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য টি-টোয়েন্টি ইতিহাসের সেরা পাঁচ বোলিং ফিগার ও হ্যাটট্রিকগুলো তুলে ধরা হলো :

টি-টোয়েন্টির সেরা পাঁচ বোলিং ফিগার

বোলার দল প্রতিপক্ষ বোলিং ফিগার তারিখ ভেন্যু

দীপক চাহার ভারত বাংলাদেশ ৭ রানে ৬ উইকেট ১০ নভেম্বর ২০১৯ নাগপুর

অজন্তা মেন্ডিস শ্রীলঙ্কা জিম্বাবুয়ে ৮ রানে ৬ উইকেট ১৮ সেপ্টেম্বর ২০১২ হাম্বানটোটা

অজন্তা মেন্ডিস শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ১৬ রানে ৬ উইকেট ৮ সেপ্টেম্বর ২০১১ পাল্লেকেলে

যুজবেন্দ্র চাহাল ভারত ইংল্যান্ড ২৫ রানে ৬ উইকেট ১ ফেব্রুয়ারি ২০১৭ বেঙ্গালুরু

রঙ্গনা শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ৩ রানে ৫ উইকেট ৩১ মার্চ ২০১৪ চট্টগ্রাম

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ১২ হ্যাটট্রিক

বোলার দল প্রতিপক্ষ উইকেট তারিখ ভেন্যু

ব্রেট লি অস্ট্রেলিয়া বাংলাদেশ সাকিব, মাশরাফি, কাপালি ১৬ সেপ্টেম্বর ২০০৭ কেপটাউন

জ্যাকব ওরাম নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ম্যাথুস, বান্দারা, কুলাসেকারা ২ সেপ্টেম্বর ২০০৯ কলম্বো

টি সাউদি নিউজিল্যান্ড পাকিস্তান ইউনিস, হাফিজ, আকমল ২৬ ডিসেম্বর ২০১০ অকল্যান্ড

থিসারা পেরেরা শ্রীলঙ্কা ভারত হার্দিক, রায়না, যুবরাজ ১২ ফেব্রুয়ারি ২০১৬ রাঁচি

লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা বাংলাদেশ মুশফিক, মাশরাফি, মিরাজ ৬ এপ্রিল ২০১৭ কলম্বো

ফাহিম আশরাফ পাকিস্তান শ্রীলঙ্কা উদানা, উদাওট্টে, শানাকা ২৭ অক্টোবর ২০১৭ আবুধাবি

রশিদ খান আফগানিস্তান আয়ারল্যান্ড ও’ ব্রায়েন, গেটকেট, সিমি সিং ২৪ ফেব্রুয়ারি ২০১৯ দেরাদুন

লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা নিউজিল্যান্ড মুনরো, রাদারফোর্ড, গ্র্যান্ডহোম, টেলর ৬ সেপ্টেম্বর ২০১৯ পাল্লেকেলে

মোহাম্মদ হাসনাইন পাকিস্তান শ্রীলঙ্কা ভানুকা, শানাকা, শিহান ৫ অক্টোবর ২০১৯ লাহোর

খাওয়ার আলি ওমান নেদারল্যান্ডস স্টাল, অ্যাকারম্যান, মারইউ ৯ অক্টোবর ২০১৯ মাস্কাট

নরমান ভানুয়া পাপুয়া নিউ গিনি বারমুডা স্টোভেল, লেভেরক, ড্যারেল ১৯ অক্টোবর ২০১৯ দুবাই

দীপক চাহার ভারত বাংলাদেশ শফিউল, মুস্তাফিজ, আমিনুল ১০ নভেম্বর ২০১৯ নাগপুর

* একমাত্র বোলার হিসেবে টানা চার বলে ৪ উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close