reporterঅনলাইন ডেস্ক
  ০৯ অক্টোবর, ২০১৯

ভিসা জটিলতা

ডেনমার্ক ওপেনের এক সপ্তাহও বাকি নেই। অথচ ভিসা জটিলতায় ডেনমার্কের কোর্টে নামা অনিশ্চিত হয়ে পড়েছে সাইনা নেহওয়ালের। ফলে সাহায্য চেয়ে পরারাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হলেন অলিম্পিকে পদকজয়ী ভারতীয় শাটলার। ডেনমার্কের ওদেনসেতে ব্যাডমিন্টনের এই আসর বসছে আগামী ১৫ অক্টোবর। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। কিন্তু এখনো ভিসা হাতে না পাওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে টুইটে ট্যাগ করে সমস্যার সমাধান চেয়ে চিঠি লিখেছেন সাইনা।

টুইটারে ২৯ বছর বয়সি তারকা লেখেন, ‘ভিসা নিয়ে আমার জরুরি আবেদন রয়েছে। ডেনমার্কে ভিসার জন্য আমার প্রশিক্ষক ও আমি আবেদন করেছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর পাইনি। টুর্নামেন্ট শুরু হবে আগামী সপ্তাহে। আমাদের প্রথম ম্যাচ পরের সপ্তাহের মঙ্গলবার।’

শোনা যাচ্ছে, ডেনমার্কে ভিসা অনুমোদনের ক্ষেত্রে নতুন নিয়মের ফাঁদে আটকা পড়েছেন সাইনা। নতুন নিয়মে আবেদনকারীকে স্বশরীরে দূতাবাসে হাজির হতে হবে। কিন্তু সাইনা দূতাবাসে না গিয়ে ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার মাধ্যমে ভিসার আবেদনপত্র পাঠিয়েছেন। বিপত্তিটা বেঁধেছে এখানেই। গত বছর ডেনমার্কের আসরে রানার্স-আপ হয়েছিলেন সাবেক নাম্বার ওয়ান এই ব্যাডমিন্টন তারকা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close