ক্রীড়া প্রতিবেদক

  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

ভাঙা আঙুল নিয়েই খেলেছিলেন নাঈম!

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনেই আঙুলে চোট পেয়েছিলেন নাঈম হাসান। মুমিনুল হকের একটি থ্রো ধরতে গিয়ে তার ডান হাতের বুড়ো আঙুলে আঘাত লাগে। ওই দিন এক্সরে করে দেখা যায়, আঙুলের হাড় দুই ভাগ! এরপর শক্ত করে টেপ পেঁচিয়ে ও ব্যথানাশক ইনজেকশন নিয়ে পরের চার দিন খেলেছেন নাঈম।

আর এই অবস্থায় দুই ইনিংসে দুটি করে মোট ৪টি উইকেটও নিয়েছেন টাইগারদের তরুণ তুর্কি। এমনকি ব্যাটিংয়ের সময় প্রচ- ব্যথা সহ্য করেও লড়াই চালিয়ে গেছেন। আঙুলে চিড় ধরার বিষয়টি ওই সময় গণমাধ্যমের আড়ালে রাখলেও এখন তা চাউর হয়েছে।

জানা গেছে, আঙুলের সেই চোটে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নাঈমকে। এমনকি আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগের প্রথম দুই রাউন্ডে নাও দেখা যেতে পারে তাকে। নভেম্বরে ভারত সফরের আগে জাতীয় লিগের ওই ম্যাচগুলো নাঈমের প্রস্তুতির জন্য যথাযথ মঞ্চ হতে পারত। কিন্তু কী আর করার? ইনজুরির ওপর তো আর কারো হাত নেই। আগামী কয়েক সপ্তাহ তাই সতীর্থদের খেলা দেখেই পার করতে হবে নাঈমকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close