ক্রীড়া ডেস্ক

  ০৯ আগস্ট, ২০১৯

আর্সেনালে লুইজ ইন্টারে লুকাকু

ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলের দরজা বন্ধ হচ্ছে কাল থেকে। শেষ সময়ে দলবদলের তোড়জোড় শুরু হয়েছে। এরই মধ্যে রোমেলু লুকাকু ইন্টার মিলানে গেছেন। দিবালার সঙ্গে আলাপ করছে টটেনহাম। কুতিনহোও শেষ দিন আলোচনায় আছেন। এরই মধ্যে চেলসি ডিফেন্ডার ডেভিড লুইজকে দলে নিয়েছে আর্সেনাল। তার জন্য উনাই এমেরির চেলসিকে খরচা করতে হয়েছে ৭ মিলিয়ন পাউন্ড। আর্সেনালের একজন সেন্ট্রাল ডিফেন্ডারের দরকার ছিল। সেজন্য ব্রাজিল ডিফেন্ডারকে দলে নিয়েছে তারা। তারপরও চেলসির এই ডিফেন্ডারকে দলে নেওয়া নিয়ে আছে প্রশ্ন। বয়স তার ৩২। কিন্তু সেরা সময় তিনি ২০১৪ বিশ্বকাপের পরই হারিয়েছেন। চেলসিতেও তার রক্ষণ সামলানো নিয়ে ছিল প্রশ্ন। গত বুধবার চেলসির সঙ্গে অনুশীলন করেননি ডেভিড লুইজ। তিনি নাকি ক্লাবের সঙ্গে জোরাজুরি করেই আর্সেনালে যাচ্ছেন। চেলসির কর্তাদের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না।

তবে চেলসির নতুন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের সঙ্গে তার কোনো সমস্যা নেই। ক্লাবের তাকে নিয়ে পরিকল্পনা ছিল না বলেই ক্লাব ছাড়তে তোড়জোড় লাগান এই তারকা। লুইজের আর্সেনালে আসা নিয়ে সাবেক এক আর্সেনাল ডিফেন্ডার বলেন, ‘লুইস আর্সেনালের রক্ষণভাগ আরো আলগা করে দেবে। চেলসিতে এক পাশে এনগোলে কান্তে খেলতেন। সেজন্য রক্ষণে কিছুটা স্বস্তিতে থাকতে পারতেন ডেভিড লুইজ। কিন্তু এখানে তিনি সেই সুবিধা পাবেন না। পজিশন ধরে খেলার দিক থেকে তিনি দারুণ এক খেলোয়াড়। কিন্তু রক্ষণভাগে তার করা ভুলও চোখে পড়ার মতো। আর্সেনাল সেন্ট্রাল ডিফেন্সের যে সমাধান খুঁজছিল তা লুইজকে দিয়ে হয়তো পূরণ হবে না।’ এদিকে বেলজিয়ান স্ট্রাইকারকে কিনতে ৮০ মিলিয়ন খরচ করছে ইতালিয়ান জায়ান্টরা। গত জুলাইয়ে লুকাকুর জন্য ৬০ মিলিয়ন ইউরো অফার করেছিল ইন্টার। কিন্তু অফার ফিরিয়ে দিয়েছিল ম্যানইউ। এরপর গত বুধবার লুকাকুর এজেন্ট ফেদেরিকো পাস্তোরেয়ো পরবর্তী অফার নিয়ে লন্ডনে হাজির হন। সেখানে আলোচনা শেষে ইনস্টাগ্রামে এক পোস্ট করে তিনি চুক্তির কথা প্রকাশ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close