ক্রীড়া ডেস্ক

  ২০ জুন, ২০১৯

রেস্টুরেন্ট থেকে আফগান ক্রিকেটার উদ্ধার

ম্যানচেস্টারের এক রেস্টুরেন্ট থেকে পুলিশের কাছেই ফোনটা গিয়েছিল। সেখানে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন আফগানিস্তানের বিশ্বকাপ দলের এক ক্রিকেটার। মঙ্গলবারই ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ছিল আফগানিস্তানের। সে ম্যাচে তারা স্বাগতিকদের কাছে হার মেনেছে ১৫০ রানে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আফগান বিশ্বকাপ দলের ওই খেলোয়াড় একজনকে তার ছবি তুলতে বাধা দেন। আর এ নিয়ে শুরু হয়ে যায় ঝামেলা। তবে নিরাপত্তার স্বার্থে ওই ক্রিকেটারের নাম গোপন রেখেছে পুলিশ।

কাল গ্রেটার ম্যানচেস্টার পুলিশ এক বার্তায় নিশ্চিত করেছে, স্থানীয় সময় রাত সোয়া ১১টায় ম্যানচেস্টারের লিভারপুল রোডের আকবর রেস্টুরেন্ট থেকে ফোন কল এলে পুলিশ অফিসাররা সেখানে ছুটে যান। তবে এ ঘটনায় কেউ আহত হননি। কাউকে গ্রেফতারও করা হয়নি। মঙ্গলবার ম্যানচেস্টারে বিশ্বকাপের ২৪তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয় তুলে নেয় ইংল্যান্ড। ৩৯৮ রানের এভারেস্ট তাড়া করতে নেমে অবশ্য প্রথমবার পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পেরেছে আফগানরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close