ক্রীড়া ডেস্ক

  ১৮ জুন, ২০১৯

রোনালদোদের নয়া কোচ মাউরিসিও সারি

চেলসিকে ইউরোপা লিগ শিরোপা এনে দিলেও স্ট্যামফোর্ড ব্রিজে ঝুলে ছিল চাকরি। তার ওপর এক মৌসুম খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা থাকায় শেষ পর্যন্ত আর ঝুঁকি নিলেন না মাউরিসিও সারি। ইংল্যান্ডকে বিদায় বলে নতুন ঠিকানা হিসেবে বেছে নিলেন স্বদেশ ইতালিকেই। প্রত্যাশা অনুযায়ী জুভেন্টাসের দায়িত্ব নিলেন তিনি।

ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শূন্যস্থান পূরণের জন্য এতদিন হন্যে হয়ে ছিল জুভেন্টাস। গত মৌসুম শেষে জুভদের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন করেন অ্যালেগ্রি। এই ইতালিয়ানের বদলে আরেকজন হাই-প্রোফাইল ইতালিয়ানকেই বেঁছে নিল ক্রিশ্চিয়ানো রোনালদো-জর্জিও কিয়েলিনিদের ক্লাব। আপাতত তিন বছরের জন্য জুভদের বস হিসেবে চুক্তিপত্রে সই করেছেন সারি। মৌসুম প্রতি তার বেতন হতে পারে ৫০ লাখ ইউরো। সারির জায়গায় এখন ঘরের ছেলে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে কোচ হিসেবে চাচ্ছে চেলসি। গত বছরের জুলাইয়ে নাপোলি ছেড়ে চেলসির কোচ হন সারি। তার অধীনে তৃতীয় হয়ে এক মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের টিকিট পায় ব্লুজরা। জেতে ইউরোপা লিগও। কিন্তু লিগে ভালো না করতে পারা, দলের প্রাণভোমরা ইডেন হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদে নাম লেখানো সব মিলিয়ে সারির ওপর নাখোশ ছিলেন চেলসি মালিক রোমান আব্রামোভিচ। তাই বরখাস্ত হওয়ার আগে নিজে থেকেই সরে দাঁড়ালেন ৬০ বছর বয়সি ভদ্রলোক। ২০০৩ সালে আব্রামোভিচ চেলসির মালিকানা কিনে নেওয়ার পর এ পর্যন্ত ৯ জন কোচ বদল হলো ক্লাবটির। বেশির ভাগেরই চাকরি কেড়ে নিয়েছেন রাশিয়ান ধনকুবের। তবে সারি সেই দুর্লভ কোচদের একজন, যিনি চাকরি খোয়ানোর আগেই সদিচ্ছায় সরে দাঁড়ালেন। সঙ্গে নতুন মৌসুম শুরুর আগেই আরেকটি জায়ান্ট ক্লাবের ম্যানেজার হিসেবে নিয়োগ পেলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close