ক্রীড়া প্রতিবেদক

  ২৩ এপ্রিল, ২০১৯

অনুশীলন ক্যাম্পে আসছেন না সাকিব

দেশের মাটিতে অনুশীলন ক্যাম্পে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। তবে আয়ারল্যান্ড সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে আইপিএল খেলতে ভারতে থাকা এ অলরাউন্ডারকে।

বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন, ‘সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখনো কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা আছে সাকিবের। আর এ কারণে সেখানে থাকছেন তিনি।’

সপ্তাহ খানেক আগে সাকিবকে ক্যাম্পে যোগ দেওয়ার চিঠি দিয়ে ইতিবাচক সাড়া পেয়েছিল বিসিবি। তখন বোর্ডের দিক থেকে জানানো হয়েছিল, ফিরে এসে শুরু থেকেই ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

‘সানরাইজার্সের হয়ে একজন বা দুইজন খেলোয়াড়ের চলে যাওয়ার কথা। যদি চলে যায় তাহলে তার খেলার সম্ভাবনা আছে। আর যদি ম্যাচ খেলতে পারে সেটা সাকিব-আমাদের উভয়ের জন্যই ভালো।’ কারণ হিসেবে এমনই জানালেন আকরাম।

দেশে না হলেও আয়ারল্যান্ডে শুরু থেকেই সাকিবকে পাওয়ার কথা বলেছেন টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ‘আশা করি সাকিবকে আমরা ত্রিদেশীয় সিরিজে পাব।’

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অংশ নিতে হায়দরাবাদের শিবির ছাড়ার কথা রয়েছে ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর। সেক্ষেত্রে সাকিবের সুযোগ থাকবে একাদশে ফেরার। সেই কারণেই ভারত থেকে সরাসরি আয়ারল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close