ক্রীড়া ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

ফুরিয়ে যাননি বালোতেল্লি

একটা সময় ছিল যখন মাঠে ও মাঠের বাইরের ঘটনার জন্য প্রতিনিয়ত খবরের শিরোনাম হতেন মারিও বালোতেল্লি। ইতালিয়ান স্ট্রাইকার একসময় মাঠ দাপিয়ে বেড়িয়েছেন ইন্টার মিলান, এসি মিলান, লিভারপুল, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবে। কিন্তু একের পর এক ক্লাব বদল করলেও ক্যারিয়ারের শুরুর ফর্মটা ধরে রাখতে পারেননি। ব্রাত্য হয়ে পড়েন আজ্জুরিদের জার্সিতেও। বর্ণবাদী আচরণের শিকার ও বিভিন্ন আলোচিত ঘটনার জন্ম দিয়ে নতুন ঠিকানা বানান ফরাসি ক্লাব নিঁসেকে। সেখানে তিন বছর কাটানোর পর জানুয়ারির দল বদলে নাম লেখান মার্শেইতে। নতুন ক্লাবে যোগ দিয়েই যেন নিজের স্বর্ণালি অতীতকে মনে করিয়ে দিচ্ছেন ২৮ বছর বয়সি স্ট্রাইকার।

মার্শেইর হয়ে টানা চার ম্যাচে তিন গোল করেছেন বালোতেল্লি। ২৫ জানুয়ারির লিলের বিপক্ষে হারলেও গোল করেন তিনি। ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় গোল করে মার্শেইকে ডিজনের বিপক্ষে জয় এনে দেন। পরশু অ্যামিয়েন্সের বিপক্ষে ২-০ গোলের জয়েও গোল করেন বালোতেল্লি। এই জয়ে মার্শেইও ২৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ফেঞ্চ লিগ ওয়ানের টেবিলে সেঁত এঁতিয়েনকে টপকে চারে উঠে এসেছে। ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close