ক্রীড়া ডেস্ক

  ২৪ জানুয়ারি, ২০১৯

বিশ্ব ফুটবলে শোকের ছায়া

রেকর্ড চুক্তিতে কার্ডিফ সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সম্প্রতি শিরোনামে এসেছিলেন এমিলিয়ানো সালা। কিন্তু নতুন ক্লাবের হয়ে মাঠে নামার আগেই সব শেষ। শনিবার ইংলিশ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর কার্ডিফ সিটির উদ্দেশেই রওনা দিয়েছিল আর্জেন্টাইন স্ট্রাইকারের বিমান। সোমবার রাতে ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায় বিমানটি।

রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় প্রাইভেট জেটটির গতিবিধি। ওই বিমানে যাত্রী ছিলেন আর্জেন্টিনার স্ট্রাইকার সালা।

মঙ্গলবার দীর্ঘসময় চ্যানেল আইল্যান্ডের ১১,৫০০ স্কয়ার মাইলজুড়ে তল্লাশি চালালেও বিমানের কোনো ধ্বংসাবশেষ বা মৃতদেহের খোঁজ পায়নি স্থানীয় পুলিশ। ঘটনার গতিবিধি বিবেচনা করা পাইলটসহ ফুটবলারের মৃত্যুর আশঙ্কাই প্রকট হয়ে উঠছে তাতে। এমনকি পানিতে সন্দেহজনক এমন অনেক কিছু ভাসতে দেখা যাওয়ায় সন্দেহ আরো তীব্র হয়েছে পুলিশের। গতকাল বুধবার ভোরের আলো ফোটার আগে আর উদ্ধারকার্য চালিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে জানানো হয়েছে স্থানীয় পুলিশের পক্ষ থেকে।

কাল উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানানো সম্ভব হবে বলে মনে করছে পুলিশ। সালার মৃত্যুর আশঙ্কায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবার থেকে ক্লাবের অনুরাগীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close