ক্রীড়া ডেস্ক

  ১৩ জানুয়ারি, ২০১৯

অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ পান্ডিয়া-রাহুল

হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল কেন যে জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করন’-এ গিয়েছিলেন, তা নিয়ে এখন আফসোসে ভুগতে পারেন। অনুষ্ঠানে ‘অশালীন ’ মন্তব্যের জের তদন্ত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পান্ডিয়া ও রাহুলকে দল থেকে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরশু সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিসিআই প্রশাসন কমিটির চেয়ারম্যান বিনোদ রাই। রাই বলেন, তদন্ত না হওয়া পর্যন্ত দুই ক্রিকেটার আপাতত নিষিদ্ধ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুজনের কাউকে রাখেনি নির্বাচকরা। শুধু প্রথম ওয়ানডে নয়, পুরো সিরিজে খেলা হচ্ছে না উভয়ের।

অর্থাৎ সিরিজের মাঝপথেই দেশে ফেরার টিকিট ধরতে হচ্ছে পান্ডিয়া-রাহুলকে। তাদের দেশে ফেরার বিষয়টিও নিশ্চিত করেছে বিসিসিআই।

উল্লেখ্য করন জোহারের টক শো’তে অশালীন মন্তব্য করেছিলেন পান্ডিয়া ও রাহুল। তারপরেই তুমুল ঝড় শুরু হয় সোশ্যাল

মিডিয়ায়। দুজনকে দল থেকে নিষিদ্ধ করার দাবি উঠতে থাকে তখনই। এ ছাড়া এই মন্তব্যের জের ধরে এই দুই ক্রিকেটারকে তুমুল তুলোধুনো করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close