চট্টগ্রাম ব্যুরো

  ২৪ অক্টোবর, ২০১৮

রাব্বির পাশে মাশরাফি

বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে ডাক মেরে আন্তর্জাতিক ওয়ানডেতে ক্যারিয়ার শুরু হয়েছে ফজলে মাহমুদ রাব্বির। তার অভিষেকটা যে সুখের হয়নি সেটা বলাই বাহুল্য। তবে এখান থেকেও ইতিবাচক হতে পারেন তিনি। ঘরোয়া ক্রিকেটের অভিষেক ম্যাচেও কোনো রান করতে পারেননি তিনি।

সাকিবের বিকল্প হিসেবে এই সিরিজের জন্য নেওয়া হয়েছে রাব্বিকে। কিন্তু অভিষেক ম্যাচে ব্যাটে-বলে নিষ্প্রভ থাকায় ক্যারিয়ারের শুরুতেই সমালোচনার মুখে পড়তে হলো তাকে। এই দুঃসময়ে রাব্বির দাঁড়ালেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জিম্বাবুয়ের সঙ্গে দ্বিতীয় ওয়ানডেতেও রাব্বিকে একাদশে রাখার পক্ষে মাশরাফি। কাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি এখনো বিশ্বাস করি রাব্বি আরো ম্যাচ খেলবে। কোনো ক্রিকেটারকে মাত্র একটি ম্যাচ দিয়ে বিচার করা যায় না। একজন খেলোয়ারকে ভালো খেলার জন্য সুযোগ দিতে হবে। আমরা চেষ্টা করছি রাব্বিকে সেরা সুযোগটা দিতে।’

শুধু রাব্বি নয়, দলে থাকা অন্য তরুণদের দিকেও নজর আছে মাশরাফির, ‘আমরা তরুণদের নিয়ে কাজ করছি যাতে তারা জয়ে অবদান রাখতে পারে যেমনÑ নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক এবং আবু হয়দার রনির মতো ক্রিকেটার।

সাকিব-তামিম ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ রানে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচে ইমরুল কায়েস ছাড়া টপ অর্ডারের কেউ বুক চিতিয়ে দাঁড়াতে পারেনি সফরকারীদের সামনে। ব্যর্থতার সারিতে দাঁড়িয়েছেন রাব্বিও। সতীর্থের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে কঠিন বাস্তবতা তুলে ধরলেন মাশরাফি। বলেছেন, ‘আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য আছে। প্রথমেই আন্তর্জাতিক ম্যাচ ক্যামেরা থাকে। আপনার খেলা টিভিতে দেখাচ্ছে, এই জিনিসগুলো যখন মাথা চলে আসে তখন স্বাভাবিকভাবেই চাপ চলে আসে। তার সঙ্গে দর্শকদের চাপ তো থাকেই। কিন্তু ঘরোয়া ক্রিকেটের ম্যাচ নিয়ে কেউ মাথায় ঘামায় না।’

অধিনায়কের কথায় কিছুটা হলেও সাহস পাচ্ছেন রাব্বি। আজ চট্টগ্রামে নির্ভার হয়ে ৩০ বছর বয়সী রাব্বি ব্যাটিং করতেই পারেন!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close