ক্রীড়া ডেস্ক

  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

পগবাকে বার্সায় স্বাগত!

বার্সায় ক্যারিয়ার শেষ করতে চাই : সুয়ারেজ

গত মৌসুমের শুরু থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোর সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না ক্লাবের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার পল পগবার। বিশ্বকাপের পর পর্তুগিজ কোচ সুর কিছুটা নমনীয় হয়েছে। কোচের সঙ্গে পগবার এই টানাপড়েনের ইস্যুতে তার ক্লাব ছাড়ার আভাসও বিভিন্ন সময়ে পাওয়া গেছে। সুযোগটা কাজে লাগাতে মরিয়া বার্সেলোনা। বিশ্বকাপ জয়ী এই তারকা খেলোয়াড়কে বাগিয়ে নিতে আদাজল খেয়ে নেমেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এর মধ্যেই স্প্যানিশ প্রচার মাধ্যম ‘আরএসি-ওয়ান’ দেওয়া সক্ষাৎকারে পগবাকে ন্যু ক্যাম্পে স্বাগত জানিয়ে দিলেন বার্সা ফরওয়ার্ড লুইস সুয়ারেজ।

সুয়ারেজের বিশ্বাস আরো ট্রফি জিততে হলে পগবার বার্সায় যোগ দেওয়া উচিত। উরুগুয়েন স্ট্রাইকার বলেছেন, ‘পগবার বড় মাপের ফুটবলার। যে সবকিছুই জিতেছে। আমরা সবসময় সেরা খেলোয়াড়কেই চাই। আমার বিশ্বাস বার্সা এলো সে আরো অনেক শিরোপা জিততে পারবে।’ ২০১৩ সালে কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনের ইউনাইটেডের দায়িত্ব ছাড়ার পর থেকে রেড ডেভিলসরা ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ। এই সময়ে বার্সেলোনা জিতেছে তিনটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। সুয়ারেজ মনে করছেন পগবা বার্সায় যোগ দিলে দল আরো শক্তিশালী হবে। ফরাসি সেনসেশনকে কাল স্বাগত জানিয়ে সুয়ারেজ বলেছেন, ‘সে দুর্দান্ত একজন ফুটবলার। পগবা ইউনাইটেডের মূল খেলোয়াড়। তবে আমার মনে হয় পগবার এখন প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টের পাদ প্রদীপে আসা উচিত। এ প্রতিযোগিতার জন্য বার্সায় পগবাকে স্বাগত জানাচ্ছি।’ গত মৌসুমে বার্সার জার্সিতে মোট ২৫টি গোল করেছেন সুয়ারেজ। ক্লাবের জার্সিতে এভাবেই খেলে যেত চান তিনি। এমনকি সেটা অবসরে আগ পর্যন্ত। উরুগুয়েন স্ট্রাইকার বলেছেন, ‘আমি আমার ক্যারিয়ার ন্যু ক্যাম্পে শেষ করতে চাই। জানি এটা আমার জন্য কষ্টসাধ্য। জাভি এবং ইনিয়েস্তাদের মতো এক ক্লাবে খেলার অভ্যাস করেও তারা এই ক্লাবে থেকে পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করতে পারেনি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close