ক্রীড়া ডেস্ক

  ১০ ফেব্রুয়ারি, ২০১৮

মুস্তাফিজদের কোচ মালিঙ্গা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। নয় বছর মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগকে নেতৃত্ব দিয়েছেন। জিতিয়েছেন তিন-তিনটি আইপিএল শিরোপা। ২০১১ সালে মুম্বাইয়ের প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ে তিনিই হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। অথচ, সেই ল্যাসিথ মালিঙ্গাকে কিনা ছেড়ে দিয়েছিল মুম্বাই! এমনকি অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও এবারের নিলামে তাকে কিনতে আগ্রহ দেখায়নি। ধারণা করা হয়েছিল, বৈচিত্র্যময় বোলিং অ্যাকশনের এই পেসারকে হয়তো আর আইপিএলে দেখা যাবে না। কিন্তু মুম্বাইয়ের ঈর্ষণীয় সব সাফল্যের কারিগরকে কি এত সহজেই ভুলতে পারেন মিসেস আম্বানি? তাইতো লঙ্কান কিংবদন্তিকে আবারও দলে ভেড়ালেন নীতা। এবার আর খেলোয়াড় হিসেবে নয়, রীতিমতো কোচ বানিয়ে ফিরিয়ে আনা হলো মালিঙ্গাকে। পেস বোলারদের পরামর্শদাতা (মেন্টর) হিসেবে মুম্বাইয়ের দায়িত্ব পালন করবেন তিনি। যে দলটিতে রয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিজের নতুন ভূমিকা সম্পর্কে ৩৫ বছর বয়সী তারকা বলেন, ‘মুম্বাই আমার দ্বিতীয় ঘর। গত এক দশকে তাদের সঙ্গে অজস্র স্মৃতি জড়িয়ে রয়েছে। মেন্টর হিসেবে সেই দলে ফিরতে পেরে সম্মানিত বোধ করছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist