ক্রীড়া ডেস্ক

  ১২ জানুয়ারি, ২০১৮

ফের হোঁচট রিয়ালের

এবারের মৌসুমের শুরু থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে ষোলোতে। এর প্রভাবটা অন্য সব টুর্নামেন্টেও পড়ছে। সবশেষ স্প্যানিশ কোপা ডেল রেতে তৃতীয় সারির দলের সঙ্গে দুবার এগিয়ে থেকেও ড্র করেছে জিনেদিন জিদানের দল। পরশু নুমানসিয়ার বিপক্ষে ২-২ গোলে হোঁচট খেয়েছে। তবু প্রথম লেগের ৩-০ গোলের জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল।

রোববার সেল্টা ভিগোর বিপক্ষে পয়েন্ট হারানো দলটির ১০ জনকে বসিয়ে নুমানসিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল। ১১ মিনিটে লুকাস ভাসকেজের গোলে প্রত্যাশামতো এগিয়েও যায় তারা। দানি কারভাহালের একটি ক্রসকে কাজে লাগিয়ে রিয়ালকে এগিয়ে দেন ভাসকেজ। কিন্তু প্রথমার্ধের ৪৫ মিনিটে সবাইকে থমকে দিয়ে ম্যাচে সমতা ফেরায় নুমানসিয়া। চোট পেয়ে মাঠ থেকে উঠে যাওয়া হিগিনিও মারিনের বদলে মাঠে নেমেই স্কোরলাইন ১-১ করেন গুইলেরমো।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ভাসকেজ আবার ত্রাণকর্তা হন রিয়ালের। কিন্তু নুমানসিয়ার গুইলেরমো শেষ হাসিটি হাসতে দেননি ইসকো-কারভাহাল-ভাসকেজদের। তার গোলেই ‘জায়ান্ট’ রিয়ালের বিপক্ষে দারুণ স্মরণীয় এক ড্র নিয়ে মাঠ ছাড়ে ‘পুঁচকে’ নুমানসিয়া। ম্যাচের শেষ মুহূর্তে বড় ধরনের ফাউলের শিকার হন ইসকো। রেফারি অবশ্য এই ফাউলের জন্য নুমানসিয়ার দানি কালভোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন।

একের পর এক হোঁচটের ফলে রিয়াল কোচের ভবিষ্যৎ নিয়েও চলছে গুঞ্জন। সেটা আর গুঞ্জনের পর্যায়ে নেই বললেই চলে। খোদ জিদানও বার্নাব্যুতে নিজের ভবিষ্যৎ নিয়ে দেখছেন অনিশ্চয়তা। জিদান বলেছেন, ‘প্রতিদিন আমি যা করছি তা আমি উপভোগ করছি। কারণ এভাবেই আমি এগিয়ে যেতে চেয়েছি। দুই থেকে তিন বছর আগেও আমি নিজেকে কোচ হিসেবে কল্পনা করিনি। কারণ পরিস্থিতি তখন এমন ছিল না। আমি জানি কীভাবে গত কয়েক বছর কেটেছে। এমনকি নতুন এই চুক্তির সব কিছু রীতিমতো পরিবর্তন করে দিতে পারবে না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist