নিজস্ব প্রতিবেদক

  ১৭ আগস্ট, ২০১৭

ইয়াহিয়ার বক্তব্য শোনার আহ্বান

বঙ্গবন্ধুর একক প্রচেষ্টায় একাত্তরে জনগণ উদ্বুদ্ধ হয় : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বই দেননি, দেশের মানুষকে স্বাধীনতার মূলমন্ত্রের দীক্ষা দিয়েছেন। কাজেই যারা বলতে চান কোনো একক ব্যক্তির নেতৃত্বে স্বাধীনতা আসেনি তাদের বঙ্গবন্ধু সম্পর্কে পাকিস্তানের ইয়াহিয়া খানের বক্তব্য শুনতে বলেছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। সভায় ১৫ আগস্টের শহীদদের

স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, যারা বলেন কোনো একক ব্যক্তির দ্বারা দেশ স্বাধীন হয়নি, তাদের বলব, ইয়াহিয়ার ভাষণ পড়েন ও শোনেন। বাংলাদেশকে স্বাধীন করার অপরাধে একক ব্যক্তি বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার রায় ঘোষণা করেছিলেন ইয়াহিয়া। আর কাউকে তো আসামি করা হয়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য একজনকেই দোষারোপ করেছেন ইয়াহিয়া আর তিনি হলেন বঙ্গবন্ধু। এ সময় পাকিস্তানের দোসররাই ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল এবং পরবর্তী সরকারগুলো মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার চক্রান্ত বাস্তবায়ন করেছিল বলে জানান তিনি।

মুক্তিযুদ্ধে তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বলে পাকিস্তানি সেনাশাসক ইয়াহিয়া খানের আক্রোশ ছিল একমাত্র বঙ্গবন্ধুর প্রতি। তাই পাকিস্তানের জেলে বন্দি শেখ মুজিবকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল ইয়াহিয়া বলে জানান শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর বড় মেয়ে বলেন, দেশের এপ্রান্তে-ওপ্রান্তে ঘুরে জেল-জুলুম সহ্য করে বঙ্গবন্ধু আজীবন সাংগঠনিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে স্বাধীনতার সংগ্রাম করেছেন। আমার মা সব সময় বাবার পাশে ছিলেন। বাবা মন্ত্রী থাকাকালীন করাচি গেলেও মা একবারও যাননি। কারণ মা বাবার মনের কথা জানতেন। জানতেন শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতা চান।

বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায় ৭৫-এর পরবর্তী সরকারগুলোর খুনি পোষার সমালোচনা করে তিনি বলেন, ‘ইনডেমনিটি জারি করে এত বড় কলঙ্কজনক হত্যার বিচার রুদ্ধ করা হয়। আমরা দুই বোন বিদেশে রিফিউজির জীবন কাটাতে বাধ্য হয়েছিলাম। ৭৬ সালে সুইডেনে থাকাকালে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদে সরব হয় রেহানা। এরপর লন্ডনে থাকা রেহানার পাসপোর্টের মেয়াদ শেষ হলেও জিয়া পাসপোর্ট নবায়ন করতে দেননি। বিদেশের মাটিতেই আমরা বঙ্গবন্ধু হত্যার তদন্তে আন্তর্জাতিক মানের তদন্তের উদ্যোগ নিই। প্রবাসীরা আমাদের পাশে দাঁড়ান জাতীয় চার নেতার দুজনের ছেলে আমাদের সহায়তা করেন। তবু তদন্ত করতে এ দেশে আসতে পারেননি বিখ্যাত ব্রিটিশ আইনজীবী স্যার টমাস উইলিয়ামস। কারণ তাকে ভিসা দেননি জিয়া।’

বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে জিয়ার সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘জিয়া এই হত্যাযজ্ঞে জড়িত না হলে এসব করতেন না। ৭১-এর যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসন এবং ’৭৫-এর খুনিদের পুরস্কৃত করেছেন এই জিয়া। এমনকি বহু বছর পর বঙ্গবন্ধু হত্যার বিচারের রায়ের দিন দেশজুড়ে হরতাল ডেকেছিল জিয়ার দল বিএনপি।’

শেখ হাসিনা বলেন, খুনি শাহরিয়ার রশিদ-বজলুল হুদাদের দিয়ে ফ্রিডম পার্টি গঠন করার পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন তৎকালীন জেনারেল এরশাদ। তিনি বলেন, যারা জাতির পিতা এবং এই পরিবারের নিরীহ নারী-শিশুদের হত্যা করেছিল জাতি তাদের ঘৃণা করে। তবু দেশের তথাকথিত সুশীল এবং পরাজিত শক্তির দোসরা বারবার নিজেদের পছন্দের শক্তিকে ক্ষমতায় আনার চেষ্টা করে। যত দিন বেঁচে আছেন, তত দিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশের গরিব মানুষের জন্য কাজ করবেন জানিয়ে কান্নাজড়িত গলায় শেখ হাসিনা বলেন, ‘বাবার অসমাপ্ত কাজ শেষ করে যাওয়া ছাড়া আমার আর কোনো চাওয়া-পাওয়া নাই।’

সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর একটি কবিতা পাঠ করে শোনান। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান আগস্টের ওপর লেখা বিষাদ সংগীত গেয়ে শোনান।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শহীদ তাজউদ্দীনের কন্যা সিমিন হোসেন রিমি, বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আবেদ খান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ও অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist