আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ডিসেম্বর, ২০১৯

ব্রিটেনে আজ ‘ব্রেক্সিট নির্বাচন’

ব্রিটেনে আজ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের কাছে পার্টির চেয়ে বড় ইস্যু হয়ে উঠছে ব্রেক্সিট। যুক্তরাজ্যের ইতিহাসে এমন একটি নির্বাচন হয়তো আর কখনোই হয়নিÑ যেখানে পুরো দেশটা মনে হচ্ছে যেন দুই ভাগে ভাগ হয়ে গেছে। এর কারণ একটাই ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ। এই নির্বাচনকেই বলা হচ্ছে ‘দ্য ব্রেক্সিট ইলেকশন।’

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দেশজুড়েই এখন নির্বাচনী হাওয়া, ব্রিটেনজুড়ে চলছে প্রচারাভিযান, আর নির্বাচন নিয়ে আলোচনা-বিতর্কে সরগরম সংবাদমাধ্যম আর সোশ্যাল মিডিয়া। সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বরিস জনসন অল্প ব্যবধানে জয় পাবেন এবং পূর্ব ধারণা মতো নিরঙ্কুশ জয় পাবেন না বলে জরিপভিত্তিক পূর্বাভাসে ধারণা পাওয়া গেছে।

গত দুই সপ্তাহে ব্রিটেনের নির্বাচনের দৌঁড় অনেকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে বলে গত মঙ্গলবার প্রকাশিত বিভিন্ন জরিপের ফলের ভিত্তিতে জানিয়েছে বিবিসি।

এ নির্বাচনে জনসনের রক্ষণশীল দল ২৮ আসনের ব্যবধানে জয় পাবে বলে ব্রিটিশভিত্তিক আন্তর্জাতিক জনমত জরিপ ও তথ্য বিশ্লেষক কোম্পানি ইউগভের অনুমান। দুই সপ্তাহ আগে একই প্রতিষ্ঠান আভাস দিয়েছিল, ক্ষমতাসীন রক্ষণশীল দল ৬৮ আসনের ব্যবধানে বড় ধরনের জয় পেতে যাচ্ছে। ব্যবধান কমার ধারা অব্যাহত থাকলে জনসন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হতে পারেন বলে জানিয়েছে ইউগভ। নির্বাচনের ফলে ইউগভের এই পূর্বাভাস প্রতিফলিত হলে বেক্সিটের অনিশ্চয়তা আরো দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা বিবিসির।

‘এর ভিত্তিতে আমরা ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা বাতিল করতে করতে পারি না,’ টাইমস সংবাদপত্রকে বলেছেন ইউগভের পলিটিক্যাল রিসার্চ বিভাগের পরিচালক অ্যান্থনি ওয়েলস। এই সংবাদপত্রই ইউগভের জরিপের ফল প্রকাশ করেছে।

আরেকটি বাজার বিশ্লেষক কোম্পানি ‘ফোকালপয়েন্ট’ একই ধরনের পূর্বাভাস দিয়েছে। জনসন ২৪ আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলে তাদের পূর্বাভাসে দেখানো হয়েছে। গত মাসে তাদের বলা ৮২ আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা থেকে এটি অনেক কম।

‘ঝুলন্ত পার্লামেন্ট’ হলে ব্রেক্সিট নিয়ে চলা অচলাবস্থার সমাধান কোনো দলই করতে পারবে না, এমন ধারণা প্রচলিত থাকায় তা অল্প সময়ের জন্য হলেও ব্রিটেনের অর্থনীতির জন্য সবচেয়ে খারাপ পরিণতি ডেকে আনবে বলে অনেক বিশ্লেষকের ধারণা।

দুই সপ্তাহ আগে প্রকাশিত জরিপের ফলের ভিত্তিতে ইউগভের অনুমান ছিল, ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে রক্ষণশীলরা ৩৫৯টি আসনে জিতে ৬৮ আসনের ব্যবধানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে।

কিন্তু সর্বশেষ জরিপের ফলের ভিত্তিতে রক্ষণশীলরা ৩৩৯টি আসনে জয় পাবে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। এর অর্থ ২০১৭ সালের নির্বাচনে পাওয়া ৩১৭ আসন থেকে এবার আসন বাড়লেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না জনসনের দল।

প্রধান বিরোধীদল লেবার পার্টি আসন হারাবে বলে ফের পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০১৭ সালে লেবার পার্টি ২৬২ আসনে জিতলেও এবার ২৩১ আসন ধরে রাখতে পারবে বলে পূর্বাভাস দিয়েছে ইউগভ। স্কটিশ ন্যাশনাল পার্টি ও লিবারেল ডেমোক্র্যাট পার্টি উভয়েরই অল্প কিছু আসন বাড়বে বলে আভাস দিয়েছে তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close