পার্থ মুখোপাধ্যায়, কলকাতা থেকে

  ১১ ডিসেম্বর, ২০১৯

নাগরিকত্ব বিলে শিবসেনাদের না

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে লোকসভায় সমর্থন জানালেও রাজ্যসভায় তার দল ভোট দেবে কিনা, তা পুনর্বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। তিনি জানিয়েছেন, এই বিলের কিছু বিষয় স্পষ্ট না হলে নরেন্দ্র মোদি সরকারের দিকে তারা সমর্থনের হাত বাড়াবেন কিনা, তা নিয়ে চিন্তা-ভাবনা করবেন। সোমবার মধ্যরাতে লোকসভায় ভোটাভুটিতে নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করেছে এনডিএ সরকারের এক সময়ের শরিক শিবসেনা। তবে এবার সম্পূর্ণ বিপরীত সুর শোনা গেছে শিবসেনা সুপ্রিমোর মুখে। উদ্ধব ঠাকরে বলেছেন, এই বিল নিয়ে শিবসেনা বেশকিছু পরামর্শ দিয়েছে, রাজ্যসভায় পেশের আগে তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা না পেলে বিলে সমর্থন করা হবে না। তার কথায়, বিজেপির বিভ্রম হতে পারে যে, তাদের সঙ্গে যারা সহমত পোষণ করেন না, তারাই দেশদ্রোহী। এটাও একটা বিভ্রম যে একমাত্র বিজেপিই দেশের জন্য ভাবে।

অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী বিলে তীব্র আপত্তি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই বিল মানবাধিকার চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করে তিনি বলেন, নাগরিকত্ব বিল আন্তর্জাতিক মানবাধিকার আইনের সব নিয়ম এবং পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে আক্রমণ করে তিনি বলেছেন, হিন্দু রাষ্ট্র নকশারই অংশ এই নাগরিকত্ব বিল। অন্যদিকে নাগরিকত্ব বিল নিয়ে আন্তর্জাতিক চাপের মুখেও পড়তে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়েছে আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন। ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বিবৃতি দিয়ে জানিয়েছে, নাগরিকত্ব বিল লোকসভার ছাড়পত্র পেয়ে যাওয়ায় খুবই সমস্যা তৈরি হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে আমেরিকার হাউস অব ফরেন অ্যাফেয়ার্স কমিটিও। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিষ কুমার এক বিবৃতিতে বলেছেন, ইউএসসিআইআরএফের এই দাবি পুরোপুরি ভুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close