নিজস্ব প্রতিবেদক

  ১৪ জুন, ২০১৯

বাংলাদেশের মাথাপিছু আয় ১৯০৯ ডলার

২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল প্রায় ৫৪৩ ডলার, যা এখন সাড়ে তিন গুণ বৃদ্ধি পেয়ে ১৯০৯ ডলারে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে মাথাপিছু আয়ের বিষয়টি জানানো হয়।

বাজেট বক্তব্যে বলা হয়, দেশের সামগ্রিক আর্থিক অবস্থা ভালো হওয়ায় প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বেড়েছে। সব খাতে আয় ভালো হয়েছে। শিল্প, বিনিয়োগ ও রেমিট্যান্সসহ সবকিছুর প্রবৃদ্ধি ভালো হয়েছে। প্রবৃদ্ধি ভালো হওয়ায় মাথাপিছু আয়ও বেড়েছে।

বাজেট বক্তৃতায় বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর হলিস বি. শেনারি ১৯৭৩ সালে বলেছিলেন, বাংলাদেশের মাথাপিছু আয় ৯০০ ডলারে পৌঁছাতে ১২৫ বছর সময় লাগবে। কিন্তু আমাদের ১২৫ বছর সময় লাগে নেই। ২০১১ সালে আমরা স্বাধীনতার ৪০ বছরের মাঝেই মাথাপিছু আয় ৯২৮ ডলারে উন্নীত করেছি। তারপর ২০১১ থেকে মাত্র আট বছরের ব্যবধানে এই ৯২৮ ডলারও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে বর্তমানে ১৯০৯ ডলারে পৌঁছেছে। বিশ্বব্যাংক তাদের এক সাম্প্রতিক হিসাবে দেখিয়েছে মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি হিসাবে গত পাঁচ বছর সমগ্র বিশ্বে সবার ওপরে অবস্থান ছিল বাংলাদেশের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close