উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১২ এপ্রিল, ২০১৯

প্রমথ চৌধুরীর জমি দখল মামলার তদন্তে পিবিআই

প্রখ্যাত লেখক প্রমথ চৌধুরী এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি আশুতোষ চৌধুরীর স্বাক্ষর জাল করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩০ দশমিক ৭৯ একর জমি দখলকারীদের বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা করা হয়েছে। সরকারের পক্ষে উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল হোসেন উল্লাপাড়া থানা আমলি আদালতে মামলা করেছেন। গত ৪ এপ্রিল মামলাটি করা হয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন উপজেলার খাদুলী গ্রামের মৃত সাইফুল ইসলামের চার ছেলে সৈয়দ আলী, শহিদুল ইসলাম, জালাল উদ্দিন ও নবীর উদ্দিনসহ মোট ১৮ জন। উল্লাপাড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোকে (পিবিআই) আগামী ১৪ মে তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা যায়।

প্রমথ চৌধুরী, আশুতোষ চৌধুরী ও তার স্বজনেরা দেশ বিভাগের পর জমিজমা রেখে ভারতে চলে যান। সেখানেই প্রমথ চৌধুরী ১৯৪৬ এবং কলকাতা হাইকোর্টের বিচারক স্যার আশুতোষ চৌধুরী ১৯৩৪ সালে মৃত্যুবরণ করেন। এদিকে সাইফুল ইসলাম ওরফে সয়ফল ও তার বাবা আবেদ আলী ও সাইফুলের ছেলে সৈয়দ আলী গং উপমহাদেশের প্রখ্যাত লেখক প্রমথ চৌধুরী ও স্যার আশুতোষ চৌধুরীর মৃতের প্রায় ৪০ বছর পর ১৯৭৮ সালের ১৪ নভেম্বরের তার স্বাক্ষর জাল করে সোলেনামা (৩৩/৭৭) ও জাল ডিগ্রি (৩৪৬/৮৩) তৈরি করে ৩০ দশমিক ৬৫ একর জমি দখল করেন। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে মামলা ও অভিযোগ ওঠায় জাল ডিগ্রির কাগজগুলো সরকারি নথিপত্রের সঙ্গে মিল পাওয়া যায়নি বলে জানা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close