চট্টগ্রাম ব্যুরো

  ০৪ নভেম্বর, ২০১৮

চট্টগ্রামে শিবির কার্যালয়ে বিস্ফোরণ

চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের কার্যালয়ে বেশ কটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যার পর চন্দনপুরা এলাকা সংলগ্ন ‘আর ইসরা’ ভবনের আশপাশের এলাকায় ব্লক রেইড দেয় পুলিশ। সে সময় ওই এলাকায় শিবিরের মহানগর কার্যালয়ে চার-পাঁচটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর শিবির কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রাত সাড়ে ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিবিরের কার্যালয় ঘিরে রেখে অভিযান চালায় পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, ডিসি রোড এলাকায় নিয়মিত ব্লক রেইড দিচ্ছিল পুলিশ। এ সময় শিবির কার্যালয়ের ভেতরে ৪ থেকে ৫টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ককটেল বা বোমার বিস্ফোরণ হতে

পরে। তবে ভেতরে কাউকে পাওয়া যায়নি। কেউ হতাহত হয়েছে কি না তাও বলা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চকবাজার ডিসি রোড এলাকায় ব্লক রেইড দিচ্ছিল পুলিশ। এ সময় বিস্ফোরণের শব্দ পেয়ে শিবির কার্যালয় ঘেরাও করে তারা। শুরুতে তিনতলা ভবনটির দুই তলা পর্যন্ত তল্লাশি চালানো হয়। ভেতরে জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল ও সিলিং থেকে ফ্যান খুলে পড়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close