মুহাজিরুল ইসলাম রাহাত, সিলেট

  ২১ জুলাই, ২০১৮

জামায়াতের সরে দাঁড়ানোর গুঞ্জন

একদিকে ঘরের বিদ্রোহী প্রার্থী, অপরদিকে জোটের অন্যতম শরিক জামায়াতের প্রার্থী নিয়ে বেশ অস্বস্তিতে ছিল বিএনপি। প্রথম দফায় গত বৃহস্পতিবার বিদ্রোহের নিশান নামিয়ে ঘরে ফিরেছেন বদরুজ্জামান সেলিম। এরপর জামায়াত প্রার্থীও সরে দাঁড়াতে পারে বলে গুঞ্জন উঠেছে নগরে। তবে একে ‘নিছক গুঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছেন জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ প্রসঙ্গে জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘এখন পর্যন্ত মাঠে আছি। এটাই ফাইনাল কথা।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিছক গুঞ্জন। তবে এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের আলাপ-আলোচনা চলছে।’ তিনি আরো বলেন, ‘কেন্দ্র থেকে কোনো নির্দেশনা আসলে এ বিষয়ে সিলেট নগর জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সিলেট নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, ‘সিলেট একটি গুরুপূর্ণ সিটি। জামায়াত জোটের অন্যতম শরিক দল। বিগত সবকটি সিটি নির্বাচনেও তারা আমাদের প্রার্থীকে সমর্থন দিয়েছে। তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।’ সময় হলে ‘ভালো’ কিছু শুনবেন।

এদিকে, শরিক জামায়েতের মান ভাঙাতে আলাপ-আলোচানা চালিয়ে যাচ্ছে বিএনপি। সূত্র বলছে, বিদ্রোহী সেলিমের পর এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের। অতীতের মতো এবারও বিএনপি প্রার্থীকে সমর্থন দিতে যাচ্ছে দলটি। এমনটি জানিয়ে জামায়েতের নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, নির্বাচনের দু-একদিন আগে আরিফুলকে সমর্থন দিয়ে সড়ে দাঁড়াতে পারেন জুবায়ের। নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জামায়াত এ বিষয়টি এখন সিলেটে ‘ট্যাক অব দ্য টাউন!’

গত বৃহস্পতিবার বিএপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম হঠাৎ করে শত ক্ষোভ-অভিমান ভুলে দলের প্রার্থী আরিফুলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। মূলত এরপর থেকেই নগরজুড়ে গুঞ্জন রয়েছে যেকোনো মুহূর্তে জামায়াতে ইসলামীর প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। নির্বাচনের ঠিক ১০ দিন পূর্বে হঠাৎ করে সেলিমের সরে যাওয়াতে এবার জামায়াত নিয়েও আশাবাদী বিএনপি। আর এ জন্যই জামায়েতের শীর্ষ নেতাদের সঙ্গে পর্দার আড়ালে চলছে দর কষাকষি। জামায়াতও শেষ পর্যন্ত ছাড় দিবে বলে আশাবাদী বিএনপি নেতারা।

জানা যায়, বিগত ২০১৩ সালে সিলেট সিটিতে মেয়র পদে জোট থেকে মনোনয়ন চেয়েছিলেন সিলেট নগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের। পরে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীকে একক প্রার্থী ঘোষণা করে বিএনপি-জামায়াত জোট। সে নির্বাচনে আরিফকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন জুবায়ের। তিনি এবারও মেয়র পদে লড়তে মাঠে রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শেষমেশ এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হবে। শেষ পর্যন্ত আরিফুলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন জুবায়ের। এমন গুঞ্জন জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছে।

জামায়াতের দলীয় সূত্র জানায়, সিলেট মহানগরের আমীর এহসানুল মাহবুব জুবায়ের সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হলেও জোটের নেতাদের কাছ থেকে তেমন কোনো সাড়া পাচ্ছেন না। এদিকে দলটির নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দলের বেশির ভাগ নেতাকর্মী সিটি নির্বাচনে জামায়াতকে অংশ না নেওয়ার পরামর্শও দিয়েছেন। সূত্র আরো জানায়, জামায়াত প্রার্থী জুবায়েরের মূলত দলের শক্তি জানান দিতে মাঠে রয়েছেন। তাই শেষ সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সম্ভবনা রয়েছে। এদিকে জামায়াত প্রার্থী দেওয়াতে ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারাও এ বিষয়টি ভালো চোখে দেখছেন না। তাই জোটের সিদ্ধান্তে শেষ মুহূর্তে জামায়াত সরে দাঁড়াবে বলে মনে করছেন দলটির একাধিক নেতা ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist