গাজীপুর প্রতিনিধি

  ১২ মে, ২০১৮

গাজীপুর সিটি নির্বাচন

২৬ বা ২৭ জুন ভোট চান হাসান সরকার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ আগামী ২৬ বা ২৭ জুন নির্ধারণের দাবি জানিয়েছেন ২০ দলীয় জোট তথা বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। গতকাল শুক্রবার টঙ্গীর বড়দেওড়া এলাকার আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ দাবি জানান। এ প্রসঙ্গে হাসান উদ্দিন সরকার বলেন, গাজীপুর শিল্প-সমৃদ্ধ এলাকা। এখানে বহু শ্রমিক এবং ভাসমান ভোটারের বসবাস। ঈদের ছুটিতে

ওইসব ভোটার গ্রামের বাড়িতে যান এবং তাদের ফিরতে কয়েক দিন লেগে যায়। বিপুলসংখ্যক ভোটার যেন নির্বাচনী উৎসবে অংশ নিতে পারেন, সেজন্য ২৬ কিংবা ২৭ জুন ভোট হলে ভালো হয়। এ বিষয়টি বিবেচনার জন্য তিনি নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন।

এর আগে তিনি জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশলবিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা আবু আহমেদ, টঙ্গী সচেতন নাগরিক পরিষদের সভাপতি শাহাব উদ্দিন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গাজীপুর মহানগর লেবার পার্টির সভাপতি আহসান হাবীব ইমরোজ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist