প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ মে, ২০১৮

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক রেভ্যুলিউশন গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ছয় ইরানি নাগরিক এবং তিনটি কোম্পানির ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবিসি গতকাল শুক্রবার এ কথা জানায়। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন জানান, আইআরজিসিকে অর্থায়নের মাধ্যমে বাহিনীটির ‘বিদ্বেষী কর্মসূচিকে’ অর্থায়ন করার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা আরোপকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকও রয়েছে। অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপকৃত ব্যক্তিদের নাম প্রকাশ করেনি। কিন্তু জানিয়েছে, তারা সবাই ইরানি নাগরিক। এ নিষেধাজ্ঞার ফলে এখন থেকে ওই ছয় ব্যক্তি ও তিন কোম্পানির সঙ্গে সব ধরনের ব্যবসা বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রের সব প্রতিষ্ঠানের।

মুচিন এক বিবৃতিতে বলেন, ‘আইআরজিসির বিদ্বেষী কর্মকান্ডে সহায়তা ও এর আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলোকে সশস্ত্র করতে অর্থায়নের জন্য মার্কিন ডলার আয় করতে সংযুক্ত আরব আমিরাতে তাদের প্রবেশাধিকারের অপব্যবহার করেছে ইরান ও এর কেন্দ্রীয় ব্যাংক। আমরা আইআরজিসির আয় প্রবাহ বন্ধ করতে ইচ্ছুক। তার উৎস ও গন্তব্য যেখানেই হোক না কেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist