বিনোদন প্রতিবেদক

  ০১ জানুয়ারি, ২০২০

ফিল্ম ক্লাবের সভাপতি অমিত হাসান

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন। প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান লিটনকে হারিয়ে এই সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন অমিত হাসান। সভাপতি পদে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হলেন তিনি। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ওমর সানী, পপি, রতœা, সাফি উদ্দিন সাফি, রাফিউদ্দিন সেলিম, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, রবিন খান, রশিদুল আমিন হলি, আবদুল্লাহ জেয়াদ। আগামী ১ বছর সংগঠনটি পরিচালনা করবেন বিজয়ীরা। এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ৩২৫ ভোট পেয়ে কার্যকরী সদস্য পদে জিতেছেন চিত্রনায়িকা পপি। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে বেশ উচ্ছ্বসিত পপি। সভাপতি পদে বিজয়ী অমিত হাসান বলেন, ‘ফিল্ম ক্লাবে এর আগে পাঁচবার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। এবার আপনারা আমাকে সভাপতি নির্বাচন করেছেন। কথা দিলাম আপনার ভালোবাসার সম্মান রাখব।’ এদিকে সোমবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএফডিসিতে চলে ফিল্ম ক্লাবের নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে একজন সভাপতি ও ১০ জন সদস্যের জন্য ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫১১ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৩৯৪ জন, ভোট বাতিল হয়েছে ১৬টি। ফিল্ম ক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চলচ্চিত্র প্রযোজক মেহেদী হাসান সিদ্দিকী মনির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close