বিনোদন প্রতিবেদক

  ১৯ অক্টোবর, ২০১৯

৪ বছর পর ‘ডনগিরি’

প্রথমে নাম ছিল ‘সাদা কালো প্রেম’। এরপর ‘ডনগিরি’। এটি পরিচালক শাহ আলম মন্ডলের সিনেমা। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ছোট পরিসরে মহরতের মাধ্যমে এ সিনেমার ঘোষণা দেন পরিচালক। তবে ওই সময় ‘সাদা কালো প্রেম’ নাম দিয়েই এটির শুটিং শেষ করতে লেগে যায় প্রায় দুই বছর। গেল বছর এই নাম বদলে দেওয়া হয় ‘ডনগিরি’। প্রায় চার বছর পর এ নামেই গতকাল শুক্রবার মুক্তি পেল সিনেমাটি। ‘ডনগিরি’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, আনিসুর রহমান মিলন ও এমিয়া এমি। পরিচালক শাহ আলম মন্ডল জানান, দেশের ৪১ সিনেমা হলে ‘ডনগিরি’ মুক্তি দেওয়া হয়েছে। বাপ্পী-মিলন-এমি ছাড়াও এখানে অভিনয় করেছেন হাসান ইমাম, শর্মিলী আহমেদ, সাদেক বাচ্চু, লায়লা হাসান, আলীরাজ, মিজু আহমেদ, মিশা সওদাগর, অমিত হাসান, অরুণা বিশ্বাস। এর আগে একাধিকবার মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সরে যায় ‘ডনগিরি’। ‘সাদা কালো প্রেম’ থেকে ‘ডনগিরি’ নাম বদল প্রসঙ্গে নির্মাতা জানান, কাকরাইলপাড়ায় ঘুরে তিনি সাদা কালো প্রেম নামের প্রশংসা পাননি। বরং প্রদর্শক এবং পরিবেশকদের কাছে শুনেছেন এমন নামে ছবি চলবে না। তাই নাম বদলে রেখেছেন ডনগিরি। ২০১৬ সালের সিনেমা ২০১৯ সালের শেষ দিকে এসে দর্শক কেন দেখবেÑ জানতে চাইলে নির্মাতা শাহ আল মন্ডল বলেন, এখন তো হলে নতুন সিনেমা নেই। যারা নিয়মিত হলে আসেন, নতুন নতুন সিনেমা চান, তারা দেখবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close