reporterঅনলাইন ডেস্ক
  ০৯ আগস্ট, ২০১৭

সামার সেমিস্টারে ১৯৮ শিক্ষার্থীকে বৃত্তি দিল স্ট্যামফোর্ড

সামার সেমিস্টারে ১৯৮ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। এবার ১১ বিভাগের শিক্ষার্থীরা এই বৃত্তি পেল। গত সেমিস্টারের মতো স্প্রিং-২০১৭ সেমিস্টারে মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী সামার-২০১৭ সেমিস্টারে ৩ থেকে ৬ ক্রেডিট আওয়ার পর্যন্ত ওয়েভার হিসেবে এই বৃত্তি দেওয়া হয়। এতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ৮৭, সিএসই ২৫, আইন বিভাগে ২৩, ইংরেজিতে ১১, সাংবাদিকতা ও গণমাধ্যমে ১০, ইইই ১১, পরিবেশ বিজ্ঞানে ৫, মাইক্রোবায়োলজিতে ৪, অর্থনীতিতে ২, আর্কিটেকচারে ২ এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮ জন বৃত্তি পান।

স্ট্যামফোর্ডে সাংবাদিকতা বিভাগে সেমিনার : স্ট্যামফোর্ড বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ‘দি প্রেজেন্ট স্টেট অব জার্নালিজম ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ২৯ জুলাই অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী নঈম নিজাম। এতে সাম্প্রতিক আলোচিত ৫৭ ধারাসহ বর্তমান সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। সেমিনারে বিশ^বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এ কে এম এনামুল হক শামীম, উপ-উপাচার্য কে মওদুদ এলহী, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist