reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুন, ২০১৭

ইউজিসি চেয়ারম্যানের এসএইউ সমাবর্তনে যোগদান

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান নয়া দিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্রে সম্প্রতি অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণ করেন। প্রফেসর মান্নান বিশ^বিদ্যালয়টির বোর্ড এবং ফিন্যান্স কমিটির একজন সম্মানিত সদস্য। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ২০০৫ সালে সার্কভুক্ত সব দেশের উদ্যোগে প্রতিষ্ঠিত এবং ২০১০ সালে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়। দক্ষিণ দিল্লির ময়দান গরিতে ভারত সরকারের অনুদানে ৪০০ কোটি রুপি ব্যয়ে ১০০ একর জমির ওপর বিশ^বিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষের পথে। ভারত সরকার বিশ^বিদ্যালয়টি প্রতিষ্ঠায় যাবতীয় ব্যয় বহন করছে। বিশ^বিদ্যালয়টির নির্মাণকাজ সম্পন্ন করতে ব্যয় হবে ২৫০০ কোটি রুপি। এই বছর বিশ^বিদ্যালয় থেকে ১৮৫ শিক্ষার্থী মাস্টার্স ডিগ্রি এবং ৯ শিক্ষার্থী এমফিল ডিগ্রি অর্জন করেছেন। এর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ২৭ জন। বর্তমানে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে ৬২ জন বাংলাদেশি শিক্ষার্থী মাস্টার্স, এমফিল এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত। ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত দীপ কুমার উপাধ্যায় ভিজিটরস (চ্যান্সেলর) নোমিনি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর। অনুষ্ঠানে ড. কবিতা এ শর্মা, প্রেসিডেন্ট (ভাইস চ্যান্সেলর) এসএইউ, স্বাগত বক্তব্য প্রদান করেন। ইউজিসি চেয়ারম্যান ছাড়াও শামসুল হক, ডিজি, সার্ক অব বাংলাদেশ ও বোর্ড সদস্য, এসএইউ এবং ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, কাউন্সিল মেম্বর, এসএইউ সমাবর্তনে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist