reporterঅনলাইন ডেস্ক
  ০২ ডিসেম্বর, ২০১৮

মেট্রোপলিটনে ল ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালা

মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের আয়োজনে ‘ল ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা ২৪ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটির প্রফেসর হাবিুবর রহমান লাইব্রেরি হলে ওয়ার্কশপ সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আইনের শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের নিযুক্ত করতে পারে এমন সম্ভাবনাময় বিভিন্ন পেশা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয় কর্মশালায়। কর্মশালার মোট সাতটি সেশন ছিল। সেশনগুলো পরিচালনা করেন আইনজীবী, বিচারক, সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ছাড়াও সিলেটের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম রবিউল হোসেনের সভাপতিত্বে ওয়ার্কশপ উদ্বোধন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর শিব প্রসাদ সেন এবং প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close