reporterঅনলাইন ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

আইইউবিতে অটাম সেমিস্টারের ওরিয়েন্টেশন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অটাম ২০১৮ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কর্মসূচি ১৫ সেপ্টেম্বর শনিবার ঢাকার বসুন্ধরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান নবাগত শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, আনন্দের মাধ্যমে শেখা জীবনে অত্যন্ত অপরিহার্য। সৃজনশীলতা ও নতুনত্বকে কাজে লাগিয়ে জীবনের লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবর্তনশীল এই বিশ্বে জীবনের দূরবর্তী ও অনিশ্চিত লক্ষ্যের পেছনে না ছুটে বরং ধাপে ধাপে, উদ্বেগহীন থেকে জীবনের কাক্সিক্ষত লক্ষ্যসমূহ অর্জনের মধ্যেই প্রকৃত সাফল্য নিহিত। উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন জীবনের লক্ষ্য অর্জনে হার না মানার দৃঢ় মানসিকতায় কঠোর অনুশীলন এবং শৃঙ্খলার মাধ্যমে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাতে নবাগত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। চাকরির পেছনে না ছুটে তিনি শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য নিজেকে উপযোগী করে গড়ে তোলার পরামর্শ দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আইইউবির প্রাতিষ্ঠানিক নীতিমালা, নিরাপত্তা ও অনুসরণীয় বিষয়সমূহ বর্ণনা করে নবাগত শিক্ষার্থীদের তা মেনে চলার অনুরোধ জানান এবং সব শিক্ষার্থী ও অভিভাবককে সব ধরনের সহায়তা দেওয়ার নিশ্চয়তা দেন। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের পরিচিতি এবং কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক মোহা. আনোয়ারুল করিম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আনোয়ার, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন ড. আবদুল খালেক, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন ড. মাহবুব আলম এবং স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক রীতা ইউসুফ।

পরে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, গবেষণাগার, লাইব্রেরি ঘুরিয়ে দেখানো হয় এবং নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশন্স অ্যান্ড ফিন্যান্সিয়াল এইডের উপ- পরিচালক লিমা চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close