reporterঅনলাইন ডেস্ক
  ১৪ আগস্ট, ২০১৮

প্রশিক্ষণ শেষে চবি শিক্ষার্থীদের দেশে প্রত্যাবর্তন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের নারা উইম্যান ইউনিভার্সিটির সম্পাদিত চুক্তির আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট, গণিত ও পরিসংখ্যান বিভাগের ১০ জন ছাত্রী জাপানের নারা উইম্যান ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল মডেলিংয়ের ওপর প্রশিক্ষণ শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন। ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারী ছাত্রীরা ৫ আগস্ট রোববার বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ও ওই প্রশিক্ষণ টিমের সার্বিক তত্ত্বাবধায়ক ড. জরিন আখতার ও সহযোগী অধ্যাপক ড. এ এইচ এম রায়হান সরকার উপস্থিত ছিলেন। উপাচার্য ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারী ছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, জাপানের ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্পাদিত চুক্তির আলোকে আমাদের তরুণ-মেধাবী ছাত্রীরা ওই বিশ্ববিদ্যালয়ে গমন করে সফলভাবে ট্রেনিং কোর্স সম্পন্ন করেছেন। এটি সবার জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। উপাচার্য বলেন, তাদের এ ট্রেনিং কোর্স শিক্ষাজীবনে জ্ঞান আহরণের আধুনিক প্রক্রিয়া, বিশ্বের উন্নতসমৃদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ ও জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি ও আধুনিক জ্ঞান-গবেষণায় ইতিবাচক ভূমিকা রাখবে। উপাচার্য বিশ্বের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয়ে তার উচ্চশিক্ষা গ্রহণ, গবেষণা, উচ্চতর গবেষণা ও শিক্ষকতার অভিজ্ঞতা ছাত্রীদের সঙ্গে শেয়ার করেন এবং তাদের স্ব-স্ব ডিসিপ্লিনে অর্জিত জ্ঞান-অভিজ্ঞতা কাজে লাগিয়ে যথাসময়ে শিক্ষাজীবন শেষ করে দেশ-জাতির কাক্সিক্ষত উন্নয়ন-অগ্রগতিতে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখার আহ্বান জানান। উপাচার্য আরো বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ প্রক্রিয়া অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close