reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুন, ২০১৮

সিঙ্গাপুরে ‘আনলেস ইনোভেশন ল্যাবে ডিআইইউর শিক্ষার্থী

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে গত ৩০ মে থেকে ১০ জুন পর্যন্ত অনুষ্ঠিত ‘আনলেস ইনোভেশন ল্যাব-২০১৮’তে অংশগ্রহণ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ওয়াহিদ জামান। এ বছর বিশ্বের ১৩০টি দেশ থেকে অংশ নেওয়া এক হাজার টেকশই উন্নয়ন বিশেষজ্ঞদের সঙ্গে তিনি এ সম্মেলনে অংশ নেন। ওয়াহিদ জামান এ সম্মেলনে অংশগ্রহণের জন্য শতভাগ বৃত্তি পেয়েছেন, যার মধ্যে বিমান ভাড়া, থাকা ও খাওয়ার ব্যবস্থা ছিল।

সম্মেলনে ওয়াহিদ জামান চতুর্থ সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি ও তার দল ‘গুণগত শিক্ষা ও সমতা বিধানের লক্ষ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়ানো ও পাঠ্যক্রম উন্নয়ন’ বিষয়ের ওপর প্রকল্প উপস্থাপন করেন। প্রকল্পটি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে গবেষণাগারে সম্পন্ন করার পর দেশটির প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকুবের উপস্থিতিতে ওই সম্মেলনে তারা প্রকল্পটি উপস্থাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist