reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মার্চ, ২০১৮

এইউবিতে মানবিক চাহিদাবিষয়ক সেমিনার

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ ৪ মার্চ রোববার দেশি-বিদেশি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ‘এডুকেশন অ্যান্ড সোশ্যালিজেসন ইন হিউম্যান নিডস এ ভাইটাল প্রসেস অব লাইফ টু সারভাইভ’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেমিনারের আয়োজন করে। প্রশিক্ষণে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষার বিভিন্ন দিক ও শিক্ষকদের ভূমিকা এবং বিভিন্ন কর্মপরিকল্পনা বিভিন্ন সেশনে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, অভিজ্ঞতা শেয়ারিং ও ব্রেইন স্টোর্মিং পদ্ধতিতে আলোচনা করা হয়। বর্তমান বিশ্বে একবিংশ শতাব্দীর উপযুক্ত দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলে জ্ঞানী দক্ষ মানবসম্পদ সৃষ্টির মাধ্যমে জ্ঞানভিত্তিক সুষম সমাজ প্রতিষ্ঠার বিষয়টি সেমিনারে প্রাধান্য পায়। এ কাজের প্রধান দায়িত্বশীল হিসেবে শিক্ষকদের চিহ্নিত করে বিভিন্ন দক্ষতা ও অভিজ্ঞতার বিষয়ে বক্তারা মত প্রকাশ করেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এনামুল হক খান। মডারেটর ছিলেন বিভাগীয় প্রধান এস এম গোলাম রাব্বানী। ফ্যাসিলিটেটর হিসেবে বিভাগীয় শিক্ষক হাফসা আফরোজ, আরিফুর রহমান, মামুন বিন হাবিব ও নূরুল ইমরান বিষয়বস্তু উপস্থাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist