আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

‘উন্মাদ’ ট্রাম্পকে উচিত শিক্ষা দেওয়া হবে : উন

উত্তর কোরিয়ার ওপর মার্কিন প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানসিকভাবে বিকৃত মার্কিনি বললেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। উত্তর কোরিয়াকে চাপে রাখতে গত বৃহস্পতিবার সেই দেশের ওপর আরো নতুন কয়েক দফা নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। জাতিসংঘের সাধারণ সভার অধিবেশনে কিমকে অজ্ঞ, বদরাগি বলেও মন্তব্য করেন তিনি। তার জবাবেই পাল্টা এই বার্তা দিলেন কিম। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের সরকারি সংবাধমাধ্যম কোরিয়ান নিউজ এজেন্সি হাতে কাগজ নিয়ে টেবিলে বসে বার্তা দেওয়ার ভঙ্গিতে কিমের ছবি প্রকাশ করেছে। প্রকাশিত বার্তায় কিমের সদর্প হুমকি, আমেরিকার সব ক্ষমতার প্রধান ওই ব্যক্তিকে নিজের মন্তব্যের মূল্য চোকাতে হবে। কীভাবে ট্রাম্পকে জবাব দেবেন সে কথাই তিনি ভাবছেন। তবে নিজের কল্পনাতীত জবাবই পাবেন ট্রাম্প। ট্রাম্পকে আগুন দিয়ে বশীভূত করবে উত্তর কোরিয়া। এদিকে, বৃহস্পতিবারই স্থানীয় সময় রাতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়োং হো বলেছেন, প্রশান্ত মহাসাগর খুব শিগগিরই অত্যন্ত শক্তিশালী হাইড্রোজেন বোমা ছুড়বে পিয়ংইয়ং।

জাদিসংঘের সাধারণ সভার ৭২তম অধিবেশনে নিজের বক্তব্য দেওয়ার সময় বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার ওপর নতুন কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞায় উল্লেখ, হয় কোনো রাষ্ট্রকে আমেরিকার সঙ্গে ব্যবসা করতে হবে অথবা উত্তর কোরিয়ার সঙ্গে। বিকল্প বেছে নিতে হবে সেই দেশকেই। কারণ, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি সারা বিশ্বের নিরাপত্তায় আতঙ্কের কারণ। তাই ওই দেশটিকে অন্য কোনো দেশের আর্থিকভাবে সাহায্য করা পাগলামিকে প্রশ্রয় দেওয়া। সব দেশকে নিজের দায়িত্বে এই নিষেধাজ্ঞা মানতে আহ্বান জানিয়ে চার দিনের নিউইয়র্ক সফরের শেষ দিনে ট্রাম্প বলেন, আমেরিকা চাইছে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পরমাণু ক্ষমতাবিহীন করতে। এই ঘোষণার সময় তার পাশে ছিলেন দক্ষিণ কোরিয়া এবং জাপানের রাষ্ট্রনেতারা। এমনকি উত্তর কোরিয়ার বন্ধু দেশ চীনও তার মাটিতে উত্তর কোরিয়াকে কোনো রকম ব্যবসার অনুমতি দেওয়া বন্ধ করার কথা বলায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসাও করেন ট্রাম্প।

জানা গেছে, জাতিসংঘের আহ্বানকে উপেক্ষা করে উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে মার্কিন প্রশাসন নতুন এ নিষেধাজ্ঞা আনে। এ বিষয়ে ট্রাম্প জানান, চীনের কেন্দ্রীয় ব্যাংকও দেশটির অন্যান্য ব্যাংককে নির্দেশ দিয়েছে পিয়ংইয়ংয়ের সঙ্গে বাণিজ্য যোগাযোগ বন্ধ করে দিতে। এদিকে, এ নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার পোশাক শিল্প, মৎস্য, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন উৎপাদনমুখী কারখানা ক্ষতিগ্রস্ত হবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ এসব খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে দেশটি।

আবারও হাইড্রোজেন বোমা পরীক্ষার হুমকি : প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির বিপক্ষে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পরই এ হুমকি দিল উত্তর কোরিয়া। সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সাংবাদিকদের এ কথা জানান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ুং হো।

তবে বোমা পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ওপরই নির্ভর করছে উল্লেখ করে রি ইয়ুং হো বলেন, ‘এর মানে হলো, প্রশান্ত মহাসাগরে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানো হতে পারে।’ এর আগে গত মঙ্গলবার জাতিসংঘের ভাষণে উত্তর কোরিয়াকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। জবাবে কিম বলেন, ট্রাম্পের এ ধরনের হুমকির চড়া মূল্য দিতে হবে। জাতিসংঘে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি নিজেকে বা মিত্রদের রক্ষা করতে বাধ্য হয়, আমাদের সামনে উত্তর কোরিয়াকে সম্পূর্ণভাবে ধ্বংস করা ছাড়া কোনো উপায় থাকবে না। উত্তর কোরিয়া সম্প্রতি পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা জাতিসংঘ নীতিমালার পরিপন্থি।’

এদিকে, গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist